ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউনাইটেড-লিভারপুল লড়াই আজ

প্রকাশিত: ০৫:৫০, ১৪ ডিসেম্বর ২০১৪

ইউনাইটেড-লিভারপুল লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার ॥ গত কয়েক মৌসুম ধরেই দুর্দিন কাটাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে বর্তমানে কিছুটা ভাল অবস্থানে উঠে এসেছে ইংলিশ প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল এই ক্লাবটি। প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের শীর্ষে তিনে উঠে এসেছে লুইস ভ্যান গালের দল। লীগে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। আজ ওল্ড ট্র্যাফোর্ডে ১৯১ বারের মতো মুখোমুখি হবে লিভারপুল-ইউনাইটেড। চলতি মৌসুমে ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর লিভারপুলের অবস্থান নবম। চলতি মৌসুমে জয় মাত্র ছয় ম্যাচে। আর ইউনাইটেড তাদের শেষ পাঁচ ম্যাচের সব জয়ের দেখা পেয়েছে। জয়ের সেই ধারাবাহিকতা অলরেডদের বিপক্ষেও ধরে রাখতে চান ইউনাইটেডের কোচ লুইস ভ্যান গাল। সেইসঙ্গে শীর্ষে থাকা চেলসি অথবা পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা চেলসির স্থানটি দখলেরও ইঙ্গিত দিয়েছেন তিনি। এ বিষয়ে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে লুইস ভ্যান গাল বলেন, ‘আমি স্বপ্ন দেখি ম্যানচেস্টার সিটি অথবা চেলসির স্থানটি দখলের জন্য। তবে আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া। আমাদের লিভারপুলকে হারাতে হবে। যা সিটি এবং চেলসির স্থানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।’ লিভারপুলের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডের গুরত্বপূর্ণ ম্যাচে আজ খেলতে পারছেন না আর্জেন্টাইন তারকা এ্যাঞ্জেল ডি মারিয়া। ম্যানচেস্টার ইউনাইটেড বস লুইস ভ্যান গাল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত মাসে হালসিটির বিপক্ষে ৩-০ গোলের জয়ের হোম ম্যাচে ইউনাইটেডের হয়ে খেলতে নেমে চোট পান ডি মারিয়া। আর সেই ম্যাচে মাত্র ১৪ মিনিট খেলার পরই চোট পেয়ে মাঠ ত্যাগ করেছিলেন তিনি। সেই ইনজুরি থেকে এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি ইউনাইটেডের আর্জেন্টাইন এই তারকা ফুটবলার। শুধু ডি মারিয়াই নয় বরং লুইস ভ্যান গালের সেন্টার ব্যাক ক্রিস স্মলিংয়ের সার্ভিসও পাচ্ছেন না। কুঁচকির ইনজুরির কারণে তাকে আরও দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সোমবার সেন্ট ম্যারিসে সাউদাম্পটনের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে এই ইনজুরির কারণে ১৮ মিনিট পরে আর খেলতে পারেননি স্মলিং। কিন্তু ইনজুরি দুঃশ্চিন্তা সত্ত্বেও ইউনাইটেড কোচ বড় ম্যাচকে সামনে রেখে দারুণ আত্মবিশ্বাসী মনোভাবই ব্যক্ত করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের চার খেলোয়াড় ইনজুরিতে আছে। তারপরও অন্য যে কোন সময়ের তুলনায় আমরা ভাল অবস্থায় আছি। লুক শ, ক্রিস স্মলিং, এ্যাঞ্জেল ডি মারিয়া এবং ডিলে বিল্ডকে ছাড়াও আমরা ভাল খেলতে আশাবাদী।’ গত মাসে এ্যামিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে গোঁড়ালির ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন শ। আর হাঁটুর ইনজুরির কারণে বিল্ড আগামী মৌসুম পর্যন্ত মাঠের বাইরে অবস্থান করতে হবে তাকে। তবে শিন বোনের সমস্যা কাটিয়ে মাঠে ফিরেছেন ফিল জোনস। এই সমস্যার কারণে গত অক্টোবর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। কুঁচকির ইনজুরির কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকার পরে লিভারপুলের বিপক্ষে দলে ফিরছেন রাফায়েল। অভিজ্ঞ স্ট্রাইকার স্যামুয়েল ইতোর সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করতে আগ্রহ প্রকাশ করেছে এভারটন। ইতোর প্রতিনিধি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন এবং এ ব্যপারে ক্লাবের সঙ্গে আলোচনা হবে বলেও ইঙ্গিত পাওয়া গেছে। চলতি বছরই গ্রীষ্মকালীন ট্রান্সফারের সময় চেলসি থেকে গোডিনসন পার্কে আসেন ক্যামেরুনের জাতীয় দলের এই তারকা স্ট্রাইকার। শর্ত ছিল ১৫ ম্যাচ পরে তার সঙ্গে চুক্তি বৃদ্ধির বিষয়টি নিয়ে ক্লাবের আলোচনা হবে। নিজের ধারাবাহিক পারফর্মেন্স দিয়ে ইতোমধ্যেই ইতো প্রমাণ করেছেন এভারটনের জন্য তিনি কতটা গুরুত্বপূর্ণ। সব ধরনের প্রতিযোগিতায় ১৪ ম্যাচে তিনি গোল করেছেন চারটি। সহযোগিতা করেছেন দুটি। এ কারণেই উভয়পক্ষই এখন চুক্তি নবায়নের বিষয়টি নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত। এর আগে অবশ্য এভারটন কোচ রবার্তো মার্টিনেজ ইঙ্গিত দিয়েছেন চলতি মৌসুমের শেষ পর্যন্ত তিনি ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারকে দলে রাখতে আগ্রহী। অক্টোবরে এই স্প্যানিয়ার্ড ঘোষণা দিয়েছিলেন আরও এক বছর স্বাভাবিকভাবেই ইতো এখানে থাকবে। স্বয়ং কোচের এই আগ্রহের পরে ইতোর সঙ্গে ক্লাবের চুক্তি বৃদ্ধি এখন শুধু কিছু আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছে।
×