ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুন্দরবনে তেল দূষণে উদ্বেগ ভারতেও

প্রকাশিত: ০৫:৪৫, ১৪ ডিসেম্বর ২০১৪

সুন্দরবনে তেল দূষণে উদ্বেগ ভারতেও

বিডিনিউজ ॥ ট্যাংকার দুর্ঘটনার ফলে সুন্দরবনের বাংলাদেশ অংশে তেল দূষণে উদ্বিগ্ন ভারতও, যে দেশটি বিশ্বের সবর্ববৃহৎ এই ম্যানগ্রোভ বনের দুই-পঞ্চমাংশের অংশীদার। গত সপ্তাহে সুন্দরবনের শ্যালা নদীতে একটি ট্যাংকার ডুবে ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ার পর পরিবেশ ও বন্যপ্রাণীর ওপর তার সরাসরি প্রভাব ইতোমধ্যে দেখা যাচ্ছে। এ নিয়ে জাতিসংঘের উদ্বেগের মধ্যে ভারতের পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ও সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বলে শুক্রবার বিবিসি ও রয়টার্স জানিয়েছে। ভারতের সুন্দরবন প্রাণিম-ল সংরক্ষণ বিভাগের উপপ্রধান প্রদীপ বিশ্বাস বলেছেন, পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় তেল ছড়ানোর বিষয়ে পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছেন তাঁরা। তিনি বলেন, আমরা সব ধরনের পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছি। ভারতীয় উপকূলরক্ষী ও সীমান্তরক্ষীরা (বিএসএফ) পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সুন্দরবনের বাংলাদেশ অংশের সঙ্গে যোগাযোগ আছে এমন নদীগুলোতে নৌকাযোগে টহল দেয়া হচ্ছে।’
×