ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কয়লা আমদানি ॥ কিশোরগঞ্জে ইটভাঁটি মালিক-শ্রমিকদের মানববন্ধন

প্রকাশিত: ০৪:৩৮, ১৪ ডিসেম্বর ২০১৪

কয়লা আমদানি ॥ কিশোরগঞ্জে ইটভাঁটি মালিক-শ্রমিকদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৩ ডিসেম্বর ॥ জরুরি ভিত্তিতে কয়লা আমদানির দাবিতে কিশোরগঞ্জে ইট প্রস্তুতকারী মালিক সমিতির উদ্যোগে শনিবার মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শহরের কালীবাড়ি মোড়ে দুপুরে ১২টা থেকে ১টা পর্যন্ত স্থায়ী এ মানববন্ধনে ইটভাঁটি মালিক ও শত শত শ্রমিক অংশ নেয়। জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আলহাজ খালেকুজ্জামানের সভাপতিত্বে এতে জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন মানিক, আব্দুল আহাদ মানিক বক্তৃতা করেন। কুয়াকাটায় স্কুল ছাত্রী ধর্ষিত, ধর্ষক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৩ ডিসেম্বর ॥ কুয়াকাটায় নবম শ্রেণীর শিক্ষার্থী তরুণীকে ধর্ষণের অভিযোগে কলেজ শিক্ষার্থী জাবেরকে গ্রেফতার করা হয়েছে। কুয়াকাটা নৌ-পুলিশ শুক্রবার মধ্যরাতে জাবেরকে বাহামকান্দা গ্রাম থেকে গ্রেফতার করে। জাবের বরিশাল বিএম কলেজের অনার্স (ইতিহাস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবার নাম মেহের আলী। বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা ১৩ ডিসেম্বর ॥ জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
×