ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভোগান্তির চরমে শিমুলিয়ার নতুন ফেরিঘাট

প্রকাশিত: ০৬:২৭, ১৩ ডিসেম্বর ২০১৪

ভোগান্তির চরমে শিমুলিয়ার নতুন ফেরিঘাট

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সরু রাস্তার কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া নতুন ফেরিঘাটের অবস্থা বেহাল হয়ে পড়েছে। এতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। শুক্রবার সরেজমিনে শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, গত কয়েকদিন ধরে এখানে বিড়ম্বনার যেন অন্ত নেই। যানজট লেগেই আছে। তাছাড়া মাওয়া চৌরাস্তা থেকে লৌহজংয়ের রাস্তায় শিমুলিয়া ঘাটের সংযোগ সড়কটি সরু ও ২ কিমি রাস্তা উন্নয়নের কাজ চলায় এখানে একমুখী যান চলাচল করছে। ঢাকা থেকে আসা যাত্রীবাহী যানবাহনগুলোকে আটকিয়ে দেয়া হচ্ছে মাওয়া চৌরাস্তায়। এ সময় শিমুরিয়া ঘাটে থেকে ছেড়ে আসা ঢাকাগামী গাড়িগুলো চলাচল করছে। আবার একইভাবে যখন চৌরাস্তা থেকে শিমুলিয়া ঘাটের দিকের গাড়িগুলো ছাড়া হচ্ছে তখন ঢাকাগামী গাড়িগুলোকে সংযোগ সড়কের মাথায় আটকে দেয়া হচ্ছে। এত দীর্ঘ সময় যাত্রীদের এ দুই পয়েন্টে অপেক্ষা করতে হচ্ছে একমুখী গাড়ি চলাচলের অপেক্ষায়। ফলে এখানে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এদিকে গত কয়েকদিনের অব্যাহত ঘন কুয়াশার কারণে ঘাটে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রায় ৪ দিন ধরে এসব ট্রাক ঘাটে আটকা থাকায় চরম ভোগান্তিতে পড়েছে এর চালক ও স্টাফরা। ট্রাকচালক শাহীন আলাম জানান, সে যশোর ট-১১-০২৬৫ ট্রাকটিতে ঢাকা থেকে গত ৯ ডিসেম্বর কাঁচামাল নিয়ে খুলনার উদ্দেশে রওনা দিয়ে শুক্রবার দুপুরে শিমুলিয়া ঘাটে এসে পৌঁছেছে। এরকম অনেক চালক কখন পার হতে পারবেন তা নিশ্চিত করে জানেন না। দুপুর একটার দিকে শিমুরিয়া ২নং ফেরিঘাটে গিয়ে দেখা যায় ফেরিতে ওঠার আগে কাঁচারাস্তায় একটি ট্রাক ফেঁসে গেছে। এতে করে ফেরিতে গাড়ি ওঠা-নামা করতে যানবাহনগুলোকে কয়েক ঘণ্টা ভোগান্তিতে পড়তে হয়। জরুরীভিত্তিতে শিশুলিয়া সড়ক প্রশস্ত এবং রাস্তা মেরামত সম্পন্ন করার দাবি জানিয়েছে তারা। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, রাস্তা নির্মাণ কাজ চলছে। শীঘ্রই সমস্যার সমাধান হবে।
×