ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মালদ্বীপে বিশুদ্ধ পানি বিতরণ করেছে সমুদ্রজয়

প্রকাশিত: ০৫:৫৯, ১৩ ডিসেম্বর ২০১৪

মালদ্বীপে বিশুদ্ধ পানি বিতরণ করেছে সমুদ্রজয়

বিশুদ্ধ পানি সঙ্কট মোকাবেলায় মালদ্বীপে সুপেয় পানি বিতরণ করেছে বাংলাদেশের নৌবাহিনী জাহাজ ‘সমুদ্রজয়’। গত ১১ ডিসেম্বর দুপুর ২টায় ‘সমুদ্রজয়’ জাহাজ মালদ্বীপের রাজধানী মালে বন্দরে পৌঁছায়। পরে আনুষ্ঠানিকভাবে জাহাজের অধিনায়ক মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী কর্নেল আহমেদ নাজিমের (অব) নিকট বিশুদ্ধ বোতলজাত পানি এবং ডি-স্যালাইনেশন প্ল্যান্ট হস্তান্তর করেন। এসময় মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এএসএমএ আউয়াল, এনডিসি, পিএসসি, স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা টাস্ক ফোর্সের কমান্ডারসহ মালদ্বীপ সরকারের অন্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বোতলজাত পানি এবং পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট হস্তান্তরকালে মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে এ সহায়তা প্রদানে মালদ্বীপ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। সেই সঙ্গে ২০০৪ সালে ভয়াবহ সুনামিতে ক্ষতিগ্রস্ত মালদ্বীপে আর্তমানবতার সেবায় বাংলাদেশের অবদানকে বিশেষভাবে স্মরণ করেন। এ সময় মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশের হাইকমিশনার মালদ্বীপের প্রতি বাংলাদেশের সহযোগিতার হাত সবসময় প্রসারিত থাকবে বলে অভিমত ব্যক্ত করেন। বর্তমানে দেশটিতে প্রধান পানি শোধনাগারের সমস্যা আংশিকভাবে নিরসনের মাধ্যমে শহরে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। Ñআইএসপিআর
×