ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আফ্রিদি-জয়াবর্ধনে এবার বিশ্বকাপের অভিজ্ঞ ক্রিকেটার

প্রকাশিত: ০৫:৫৭, ১৩ ডিসেম্বর ২০১৪

আফ্রিদি-জয়াবর্ধনে এবার বিশ্বকাপের অভিজ্ঞ ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার ॥ আর দুই মাস পরেই শুরু হবে ওয়ানডের একাদশ বিশ্বকাপ। এবার এ আসরটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ইতোমধ্যেই অংশগ্রহণকারী ১৪ দলের ৩০ সদস্য বিশিষ্ট প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের স্কোয়াডে সর্বজ্যেষ্ঠ আর সর্বকনিষ্ঠ সদস্য আছেন। তবে অভিজ্ঞতার দিক থেকে বিবেচনা করলে আসন্ন বিশ্বকাপে সবচেয়ে অভিজ্ঞ হিসেবে নিজেদের নামটা আগে আনতে চলেছেন পাকিস্তানী অলরাউন্ডার শহীদ আফ্রিদি ও শ্রীলঙ্কার ব্যাটিং স্তম্ভ মাহেলা জয়াবর্ধনে। এবার বিশ্বকাপের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার হবেন এ দু’জন শেষ পর্যন্ত চূড়ান্ত দলে সুযোগ পেলে। অবশ্য সর্বাধিক ৬ বিশ্বকাপ খেলে ইতিহাসে সবার ওপর ভারতের লিটল মাস্টার শচীন টেন্ডুলকর ও পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদ। আর পাঁচটি করে বিশ্বকাপ এখন পর্যন্ত খেলেছেন ১৩ ক্রিকেটার। সে তালিকায় যোগ হতে চলেছেন আফ্রিদি ও জয়াবর্ধনে। ১৯৯৯ সালে আফ্রিদি ও জয়াবর্ধনের অভিষেক ঘটে বিশ্বকাপ ক্রিকেটে। এরপর থেকে সব বিশ্বকাপেই স্বীয় দলের প্রতিনিধিত্ব করেছেন এ দু’জন। আগামী ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে আয়োজিত হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। আর সেখানে এ দু’জন চূড়ান্ত দলে সুযোগ পেয়ে গেলেই হয়ে যাবেন বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশিবার খেলার রেকর্ডধারী ক্রিকেটার। ইতোমধ্যেই চারটি করে বিশ্বকাপ খেলা হয়ে গেছে দু’জনের। ২০১৫ বিশ্বকাপ হবে এ দুই ক্রিকেটারের পঞ্চমবার অংশগ্রহণ। অবশ্য এর আগেও পাঁচ বিশ্বকাপ খেলার মর্যাদা লাভ করেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। ৫টি করে বিশ্বকাপ খেলেছেন ওয়াসিম আকরাম, শিবনারায়ণ চন্দরপল, অরবিন্দ ডি সিলভা, ইনজামাম-উল-হক, সনাথ জয়াসুরিয়া, জ্যাক ক্যালিস, ইমরান খান, ব্রায়ান লারা, মুত্তিয়া মুরালিধরন, টমাস উদোয়ো, রিকি পন্টিং, অর্জুনা রানাতুঙ্গা ও স্টিভ টিকোলো। এই ১৩ জনের সঙ্গে সর্বাধিক ৫ বিশ্বকাপ খেলার তালিকায় যোগ হবেন আফ্রিদি ও জয়াবর্ধনে। মিঁয়াদাদ ও শচীন সর্বাধিক ৬ বিশ্বকাপ খেলে আছেন সবার ওপরে। অবসর নেয়ার আগ পর্যন্ত খেলা শুরুর পর থেকে কোন বিশ্বকাপ মিস করেননি মিঁয়াদাদ ও শচীন। ১৯৭৫ থেকে ১৯৯৬ পর্যন্ত মিঁয়াদাদ এবং ১৯৯২ থেকে ২০১১ পর্যন্ত শচীন বিশ্বকাপ খেলেছেন। তাই এবারই প্রথম মিঁয়াদাদ কিংবা শচীনকে ছাড়া বিশ্ববাসী কোন বিশ্বকাপ দেখতে চলেছে। আফ্রিদি ও জয়াবর্ধনে ছাড়া আরও সাত ক্রিকেটার অপেক্ষায় আছেন এবার নিজেদের চতুর্থ বিশ্বকাপে অংশগ্রহণের। তাঁরা হচ্ছেন- জেমস এ্যান্ডারসন, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককুলাম, ইউনুস খান, রবিন পিটারসন, কুমার সাঙ্গাকারা ও ড্যানিয়েল ভেট্টরি। এবার বিশ্বকাপে ১৯৯৬ এর পর আবার ফিরছে আরব আমিরাত। তাঁদের স্কোয়াডে থাকা ৪৩ বছর বয়সী খুররম খান সর্বজ্যেষ্ঠ আর ১৫ বছর বয়সী ইয়োধিন পাঞ্জা সর্বকনিষ্ঠ ক্রিকেটার হবেন এবারের বিশ্বকাপে।
×