ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জুভেন্টাসে মেসি-রোনাল্ডোর অভাব!

প্রকাশিত: ০৫:৫৭, ১৩ ডিসেম্বর ২০১৪

জুভেন্টাসে মেসি-রোনাল্ডোর অভাব!

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালীয়ান সিরি’এ লীগের সবচেয়ে সফল দল। গত তিন মৌসুমে হ্যাট্টিক শিরোপা জয়ের কীর্তিটাও তাদের দখলে। কিন্তু ইউরোপ সেরার লড়াইয়ে নিস্প্রভ জুভেন্টাস। সিরি’এতে এককভাবে রাজত্ব করা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বার বার ব্যর্থ হচ্ছে কেন? এমন প্রশ্নের জবাবটা দারুণভাবেই দিলেন ক্লাবটির সেরা গোলরক্ষক জিয়ানল্ইুজি বুফন। তার মতে, জুভেন্টাসে লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো খেলোয়াড় নেই। যাদেরকে নিয়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং বার্সিলোনা উড়ছে। জুভেন্টাসে তাদের মতো খেলোয়াড় না থাকার কারণেই ইউরোপে দাপট দেখাতে ব্যর্থ হচ্ছে। এ বিষয়ে জিয়ানলুইজি বুফন বলেন, ‘যে দলগুলো এখনও চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিততে পারেনি তাদের মতো আমাদের দলেও অভাব রয়েছে। কারণ আমাদের দলে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো খেলোয়াড় নেই।’ লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-বিশ্ব ফুটবলের দুই উজ্ঝল নক্ষত্র। গত এক দশক ধরেই তাদের ঝলক দেখছে বিশ্ব। এই সময়ের মধ্যে টানা চারবার ফিফা ব্যালন ডি’অর জিতেছেন মেসি। আর দুইবার এই শিরোপা নিজের করে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তারপরও থেমে নেই তাদের পারফরমেন্সের তকমা। চলতি মৌসুমেও দুর্দান্ত খেলছেন এই দুই তারকা। আগে মেসি কিংবা পরে রোনাল্ডো। ফুটবল ভক্ত-অনুরাগীরা যেন এই দুই নক্ষত্রের পারফরমেন্সের আলোয় মুগ্ধ-বিমোহিত। ক্লাব বার্সিলোনা-রিয়ালও তো এই মেসি-রোনাল্ডোর পারফরমেন্সেই ঔজ্জ্বল্য ছড়াচ্ছে। জুভেন্টাসের ইতালিয়ান গোলরক্ষক বুফন মনে করেন তাই। এখন বার্সিলোনা কিছুটা নিস্প্রভ থাকলেও কয়েক মৌসুম আগে যখন গার্ডিওলার অধীনে উড়ছিল তখন পাল্লা দিয়ে উড়ছিলেন মেসিও। আর পরের সময়টাতে ক্লাব শিরোপা জিততে ব্যর্থ হলেও ব্যক্তিগত পারফরমেন্সে মেসি ছিলেন সবসময়ই দুর্দান্ত। লুইস সুয়ারেজ, নেইমারদের সঙ্গে নিয়ে চলতি মৌসুমেও মেসি খেলছেন নিজের সেরাটা দিয়ে। ব্যতিক্রম নন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। এক দশক পর গত মৌসুমেই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ। আর সেখানে পর্তুগীজ সুপারস্টার রোনাল্ডোর ভুমিকা ছিল সবচেয়ে বেশি। আর তাই জিয়ানলুইজি বুফন মনে করেন মেসি-রোনাল্ডোর মতো খেলোয়াড় যে দলে আছে প্রতিপক্ষের বিপক্ষে তারা সবসময়ই এগিয়ে থাকবে। এ বিষয়ে বিশ্বফুটবলের অন্যতম সেরা এই গোলরক্ষক বলেন, ‘তারা থাকা মানে সেই দলের জন্য অনেক সুবিধা। কেননা দল যত খারাপই করুক না কেন প্রতিপক্ষের বিপক্ষে তাদের মতো খেলোয়াড় একটি করে গোল করবে। আর তাই স্বাভাবিকভাবেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচ শুরু করবে সেই দলগুলো। এটা অব্যশই ভালো সুবিধা।’ গত তিন মৌসুম ধরেই ইতালিয়ান সিরি’এ লীগের চ্যাম্পিয়ন জুভেন্টাস। দলের সেরা স্ট্রাইকার এখন কার্লোস তেভেজ। তবে আর্জেন্টাইন স্ট্রাইকার থাকলেও আরও ভালো স্ট্রাইকার থাকার প্রয়োজনীয়তা অনুভব করছেন বুফন। সিরি’এ লীগে ইতোমধ্যেই ১৪টি করে ম্যাচ খেলেছে দলগুলো। এই সময়ের মধ্যে লীগ টেবিলে সবার উপরে অবস্থান করছে জুভেন্টাস। গত সপ্তাহেই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের টিকিট নিশ্চিত করা দলটি রবিবার আবারও মাঠে নামবে। সিরি’এ লীগের সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ সাম্পদরিয়া।
×