ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেসিকে আটকানোর কৌশল খুঁজছে গেটাফে!

প্রকাশিত: ০৫:৫৫, ১৩ ডিসেম্বর ২০১৪

মেসিকে আটকানোর কৌশল খুঁজছে গেটাফে!

স্পোর্টস রিপোর্টার ॥ সর্বশেষ পাঁচ ম্যাচে তিন হ্যাটট্রিক করেছেন মেসি। গোল করেছেন প্রতিটি ম্যাচেই। মাঝের দুঃসময় পেরিয়ে লিওনেল মেসি আবারও সেই পুরনো ছন্দে। আর্জেন্টাইন অধিনায়কের মাঠে নামা মানেই যেন নতুন কোন রেকর্ড! এমন অবস্থায় স্প্যানিশ লা লিগায় আজ রাতে আবারও মাঠে নামছেন বার্সা জাদুকর। এ্যাওয়ে ম্যাচে মেসির বার্সিলোনাকে আতিথ্য দেবে স্বাগতিক গেটাফে। লা লিগায় আজ আরও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করবে ভ্যালেন্সিয়া-রায়ো ভায়োকানো, কর্ডোবা-লেভান্তে ও মালাগা-সেল্টা ডি ভিগো। রবিবার মাঠে নামবে আসরের বর্তমান শিরোপাধারী এ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠ ভিসেন্টে ক্যালডেরনে এ্যাটলেটিকোর প্রতিপক্ষ ভিয়ারিয়াল। বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ। শুক্রবার রাতের ম্যাচের আগ পর্যন্ত গ্যালাক্টিকোদের ভা-ারে জমা ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সিলোনা। ৩২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন এ্যাটলেটিকোর অবস্থান তালিকার তিন নম্বরে। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গেটাফের অবস্থান ১২ নম্বরে। অপ্রতিরোধ্য ছন্দে থাকায় গেটাফের ভাবনা জুড়ে আছে মেসিকে আটকানোর কৌশল। দলটির কোচ জাভি গ্রাসিয়া বিশ্বাস করেন, মেসিকে রোখা গেলে বার্সাকেও আটকে রাখা যাবে। তিনি বলেন, নিঃসন্দেহে বার্সিলোনা শক্ত প্রতিপক্ষ। তবে আমরা নিজেদের মাঠে তাদের বিরুদ্ধে জয়ের লক্ষ্যেই খেলব। এক্ষেত্রে আমাদের মেসিকে আটকাতে হবে। দলটিতে আরও অনেক বড় মাপের ফুটবলার আছে। তবে মেসিকে রোখা গেলে অন্যদের আটকানো সহজ হবে। অন্যদিকে বার্সিলোনা কোচ লুইস এনরিকের কাজই যেন মেসির প্রশংসায় পঞ্চমুখ থাকা। দুঃসময় চলাকালীন সময়েও আর্জেন্টাইন অধিনায়কের প্রশংসা করা এনরিকে সম্প্রতি মেসির পারফর্মেন্সের ভূয়সী প্রশংসা করেন। তিনি অকপটে বলে দিয়েছেন, মেসিই আধুনিককালের সেরা ফুটবলার। গেটাফের বিরুদ্ধে ম্যাচ প্রসঙ্গে এনরিকে বলেন, আমরা জয় ছাড়া কিছুই ভাবছি না। তবে প্রতিপক্ষকেও হাল্কা করে দেখছি না। আমাদের আছে মেসির মতো বিশ্বসেরা ফুটবলার। সে অসম্ভবকে সম্ভব করতে পারে। সম্প্রতি দুই চিরপ্রতিদ্বন্দ্বী মেসি ও রোনাল্ডো যেন পাল্লা দিয়ে হ্যাটট্রিক করে চলেছেন। গত শনিবার সেল্টা ডি ভিগোর বিরুদ্ধে তিন গোল করে স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ ২৩ হ্যাটট্রিকের গৌরবগাথা রচনা করেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একদিন পর রবিবারই চিরপ্রতিদ্বন্দ্বীর হ্যাটট্রিকের জবাব হ্যাটট্রিকে দেন বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টার মেসি। ওইদিন এস্পানিওলের বিরুদ্ধে বার্সিলোনা ৫-১ গোলের জয়ে অনবদ্য হ্যাটট্রিক করেন মেসি। এই কীর্তি গড়ে একদিক দিয়ে রোনাল্ডোকে ছাড়িয়ে যান বার্সা ডায়মন্ড। সে সময় সর্বশেষ চার ম্যাচের তিনটিতেই হ্যাটট্রিকের কৃতিত্ব দেখান আর্জেন্টাইন অধিনায়ক। তবে লা লিগার হ্যাটট্রিকের দ্বৈরথে এগিয়ে বর্তমান ফিফা সেরা ফুটবলারই। রোনাল্ডোর ২৩ হ্যাটট্রিকের বিপরীতে মেসির হ্যাটট্রিক ২১টি। আর বার্সিলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি মেসির ২৯তম হ্যাটট্রিক। বিগত কয়েক বছর সবসময় গোলের লড়াইয়ের মধ্যে থাকা দুই সুপারস্টার এবার মজেছেন হ্যাটট্রিকের লড়াইয়ে। সঙ্গতকারণেই মেসি-রোনাল্ডোর বন্দনায় এখন ফুটবলবিশ্ব। আর একে অপরকে ছাড়িয়ে যাওয়ার দ্বৈরথের কারণে ধারণা করা হচ্ছে এবারও ফিফা বর্ষসেরার লড়াইটা হবে রিয়াল ও বার্সা তারকার মধ্যে। বিগত কয়েক মৌসুম ধরেই ব্যক্তিগত দ্বৈরথ চলছে মেসি ও রোনাল্ডোর মধ্যে। বার্সিলোনার হয়ে আর্জেন্টাইন জাদুকর ও রিয়াল মাদ্রিদের হয়ে পর্তুগীজ প্রাণভোমরা প্রদর্শন করে চলেছেন নয়নাভিরাম ধারাবাহিক পারফর্মেন্স। তবে বছর শেষে পারফর্মেন্সের হিসেব কষলে বরবারই সেরার আসনে অধিষ্ঠিত হতে দেখা গেছে মেসির। অবশেষে এই জ্বালাটা গত বছর জুড়ান রোনাল্ডো। মেসিকে টপকে ফিফা সেরা হন সি আর সেভেন। চলমান নতুন মৌসুমেও একই অবস্থা। ধুন্ধুমার ব্যক্তিগত লড়াই হচ্ছে দুজনের মধ্যে। একজন আজ কোন রেকর্ড গড়ছেন তো অন্যজন পরের দিনই অনন্য গৌরবগাথা রচনা করছেন। এককথায় সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে সময়ের দুই সেরা সুপারস্টারের মধ্যে।
×