ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুক্তিযুদ্ধের দুই চলচ্চিত্রে সুজেয় শ্যাম

প্রকাশিত: ০৩:১৭, ১৩ ডিসেম্বর ২০১৪

মুক্তিযুদ্ধের দুই চলচ্চিত্রে  সুজেয় শ্যাম

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত সুরকার ও সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম মুক্তিযুদ্ধভিত্তিক দুটি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন। দুটি চলচ্চিত্রই ৭১ শিরোনামের। একটি ‘৭১-এর মা জননী’ ও অন্যটি ‘৭১ এর ক্ষুদিরাম’। দুটি চলচ্চিত্রের মধ্যে ‘৭১-এর মা জননী’ চলচ্চিত্রের গান লিখেছেন মুন্শী ওয়াদুদ এবং ‘৭১-এর ক্ষুদিরাম’ চলচ্চিত্রের গান লিখেছেন মান্নান হীরা। ‘৭১-এর মা জননী’ চলচ্চিত্রে গান রয়েছে দুটি। দুটি গানের একটি গেয়েছেন এ্যান্ড্রু কিশোর ও অন্যটি গেয়েছেন আফসানা রুনা। এদিকে ৭১-এর ক্ষুদিরাম চলচ্চিত্রে মৌলিক গান আছে মোট তিনটি। গেয়েছেন শিমুল খান, ক্লোজআপ তারকা অপু সরকার ও আফসানা রুনা। দুটি চলচ্চিত্রের গান নিয়ে সুজেয় শ্যাম বলেন, অনেক যতœ নিয়ে সবার সহযোগিতায় বেশ ভাল কিছু গান করার চেষ্টা করেছি। গানগুলোর সুর সঙ্গীতায়োজন করার সময় অনেক আবেগ কাজ করেছিল। ’৭১-এর সেই দিনগুলোতে বারবার ফিরে যাচ্ছিলাম। আশা করি দুটি চলচ্চিত্রের গানই দর্শক শ্রোতাদের অনেক ভাললাগবে।’ ৭১-এর মা জননী চলচ্চিত্রের পরিচালক শাহ আলম কিরণ জানান, আসছে ১৯ ডিসেম্বর চলচ্চিত্রটি মুক্তি পাবে। অন্যদিকে ৭১-এর ক্ষুদিরাম চলচ্চিত্রের পরিচালক মান্নান হীরা জানান, আসছে ৩০ ডিসেম্বর চলচ্চিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। বিজয়ের মাসেই রাজধানীর বাইরে বিভিন্ন হলে চলচ্চিত্রটি মুক্তি পাবে। উল্লেখ্য, সুজেয় শ্যাম স্বাধীনতার আগে থেকেই রাজা হোসেনের সঙ্গে যৌথভাবে সঙ্গীত পরিচালনার কাজ করতেন। তারা দু’জন ‘রাজা শ্যাম’ নামে প্রায় পঁচিশটি চলচ্চিত্রে কাজ করেছেন। আবদুল লতিফ বাচ্চুর নির্দেশনায় ‘অবাঞ্ছিত’ ও ‘বলবান’ চলচ্চিত্রে সুজেয় শ্যাম এককভাবে সঙ্গীত পরিচালনার কাজ শুরু করেন। এ পর্যন্ত তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। চাষী নজরুল ইসলামের ‘হাছন রাজা’, তৌকীর আহমেদের ‘জয়যাত্রা’ এবং নারগিস আক্তারের ‘অবুঝ বউ’ চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ১৯৪৬ সালের ১৪ মার্চ সিলেটের কাষ্টঘরে জন্ম। অনেকটা বিশেষ অনুরোধেই তিনি ‘হাছন রাজা’ চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছিলেন।
×