ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে মন্দিরের মূর্তি ভাংচুর

প্রকাশিত: ০৬:২১, ১২ ডিসেম্বর ২০১৪

মুন্সীগঞ্জে মন্দিরের মূর্তি ভাংচুর

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামের মৃত্যুবিনাশিনী কালীমন্দিরে ভাঙচুর করা হয়েছে। বুধবার রাতে দুর্বৃত্তরা ভাঙচুর চালালেও কারা এ ভাঙচুরের সঙ্গে জড়িত তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। ভাঙচুরের ঘটনা ঘটায় এলাকাজুড়ে হিন্দুধর্মাবলম্বীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন রায় জানান, আগামী মঙ্গলবার কালীপুজো উপলক্ষে মূর্তিগুলো বানিয়ে মন্দিরে রাখা হয়েছিল। শুধু রং করা বাকি ছিল মূর্তিতে। বুধবার রাতের আঁধারে কে বা কারা মন্দিরের কালী, জমরাজ ও শীতলা মূর্তিসহ ৩টি মূর্তি ভাঙচুর করে চলে যায়। গোপালগঞ্জে ছাত্রীর ছবি তুলে মোবাইলে ছড়িয়ে দেয়ায় ২ যুবকের কারাদ- নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১১ ডিসেম্বর ॥ গোপালগঞ্জে এক স্কুলছাত্রীর ছবি তুলে মোবাইল ফোনে ছড়িয়ে দেয়ার অপরাধে দু’ যুবকের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে আদালতের বিচারক ও মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ খায়রুজ্জামান এ দ- দেন। মুকসুদপুর থানার এসআই জানান, উপজেলার গোপীনাথপুর গ্রামের জাফর শিকদারের বখাটে ছেলে শাওন শিকদার (২২) একই গ্রামের এক স্কুলছাত্রীর ছবি তুলে কম্পিউটারের সাহায্যে অশ্লীলভাবে সুপার-কম্পোজ করে পরে তা বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দেয়। চবিতে দু’দিনব্যাপী উদীচীর সম্মেলন শুরু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চবি সংসদের দু’দিনব্যাপী ষষ্ঠ সম্মেলন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি ও মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সম্মেলনের প্রথম দিন উদযাপিত হয়। শুক্রবার দ্বিতীয় দিনে চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে কাউন্সিলের মধ্য দিয়ে সম্মেলনের শেষ হবে। ‘কণ্ঠ আমার বিশ্বপ্রাণে, বাংলা জাগুক নতুন গানে’ স্লোগানে বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আশরাফুজ্জামান সেলিম। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ক্যাম্পাসে শোভাযাত্রার আয়োজন করা হয়।
×