ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাইবান্ধায় জামায়াত পুলিশ সংঘর্ষ ॥ আহত ১৫

প্রকাশিত: ০৬:২০, ১২ ডিসেম্বর ২০১৪

গাইবান্ধায় জামায়াত পুলিশ সংঘর্ষ ॥ আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১১ ডিসেম্বর ॥ জেলার পলাশবাড়ী উপজেলা সদরে বৃহস্পতিবার দুপুরে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ৭২ রাউন্ড শর্টগান এবং ১২ রাউন্ড টিয়ারশেল ছোড়ে। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ইটপাটকেল ছাড়াও ককটেল নিক্ষেপ করে। ওই সংঘর্ষ চলাকালে ১৫টি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় পুলিশ সাখোয়াত হোসেন (৩২) নামে এক জামায়াতকর্মীকে আটক করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কাদের মোল্লার ফাঁসির ঘটনার বর্ষপূর্তিতে বৃহস্পতিবার জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পলাশবাড়ি উপজেলা সদরের সাথী সিনেমা হল এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। ফলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে জামায়াত-শিবির নেতাকর্মীরা পিছু হটে মহেশপুর এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে অবস্থান নেয়। তারা এ সময় প্রায় ১৫টি বাস-ট্রাকসহ অন্য যানবাহন ভাঙচুর করে। পুলিশ খবর পেয়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে ধাওয়া করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় অবরোধকারীরা ইটপাটকেল নিক্ষেপ ছাড়াও পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় পাল্টা টিয়ারশেল এবং শর্টগানের গুলি ছুঁড়তে থাকে। ওই সংঘর্ষের ঘটনায় ওসি মজিবুর রহমানসহ ৯ পুলিশ সদস্য এবং উপজেলা ছাত্রশিবির সভাপতি আশরাফুল ইসলামসহ ৬ জন জামায়াত-শিবির নেতাকর্মী আহত হয়। বদি এমপির সব ব্যানার ফেস্টুন খুলে ফেলছে নেতাকর্মীরা এলাকায় সমালোচনার ঝড় এইচএম এরশাদ, কক্সবাজার ॥ দুর্নীতি দমন কর্মকর্তার দায়ের করা মামলায় জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আসার কয়েক সপ্তাহ যেতে না যেতেই আবারও আলোচনা-সমালোচনার ঝড় বয়ে চলছে বিভিন্নভাবে বিতর্কিত সংসদ সদস্য আবদুর রহমান বদিকে নিয়ে। এবার সাধারণ জনগণ নয় খোদ দলীয় নেতাকর্মীরা প্রকাশ্যে বদি এমপির সমালোচনার ঝড় তুলছে। এমনকি বিভিন্ন স্থানে বদি এমপির পক্ষে লাগানো ব্যানার-ফেস্টুন ইত্যাদি খুলে ফেলছে। উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ আব্দুর রহমান বদিকে নিয়ে আলোচনা-সমালোচনা নতুন কিছু নয়, তারপরও দলীয় নেতাকর্মীদের মধ্যে এসব কুৎসা রটানোর বিষয়কে কেন্দ্র করে অনেকের মাঝে হাসি-ঠাট্টার খোরাকও জমছে বেশ। তবে এবারে ইয়াবা, দুর্নীতি কিংবা কাউকে মারধরের অভিযোগে সমালোচনা নয়। সদ্য উখিয়া উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে পর্দার আড়ালে নেপথ্য ভূমিকা রাখার ঘটনা ফাঁস হওয়ায় বদি এমরি বিরুদ্ধে ফুসে উঠছে আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে উখিয়ার কোট বাজার ও মরিচ্যা বাজার স্টেশনে বদির পক্ষে দেয়া সব ব্যানার, ফেস্টুনসমূহ একের পর এক খুলে ফেলা হচ্ছে। এভাবে বদির ব্যানার নামানোর ঘটনা নিয়ে তার নির্বাচনী এলাকার সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। এ ব্যাপারে উখিয়া-টেনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদির মুঠো ফোনে যোগাযোগ করে রিসেভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
×