ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পঞ্চম ওয়ানডেতে শ্রীলঙ্কা ৫ উইকেটে পরাজিত

সিরিজে অস্তিত্ব টিকিয়ে রাখল ইংল্যান্ড

প্রকাশিত: ০৫:৪৭, ১২ ডিসেম্বর ২০১৪

সিরিজে অস্তিত্ব টিকিয়ে রাখল ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দিনব্যাপী অনুষ্ঠিত ওয়ানডেতে অবশেষে পরাজয়টা দেখতে হলো স্বাগতিক শ্রীলঙ্কাকে। বুধবার টস হেরে আগে ব্যাটিং করা লঙ্কানরা ৪৯ ওভারে ২৩৯ রানেই গুটিয়ে গিয়েছিল। তবে অবিরাম বৃষ্টির দাপটে আর ব্যাট হাতে নামাই হয়নি ইংলিশদের। সেই বৃষ্টিটা আশীর্বাদই বয়ে এনেছে সফরকারীদের জন্য। হারলেই ৭ ম্যাচের ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়ে যেত। কিন্তু পুরো একরাতের বিশ্রামে ফুরফুরে ইংলিশ ব্যাটসম্যানরা দারুণ ব্যাট করলেন বৃহস্পতিবার। জো রুটের অপরাজিত শতকে ৪৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪০ রান তুলে জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড। ফলে ৫ উইকেটের জয়ে সিরিজে ব্যবধান কমিয়ে আনল ইংল্যান্ড। এখনও লঙ্কানরা এগিয়ে ৩-২ ব্যবধানে। আগের দিন ব্যাট করতে নেমে বেশ বিপাকেই পড়েছিল লঙ্কানরা। মাত্র ৫৯ রানেই ফিরে গিয়েছিলেন দুই ওপেনার তিলকারতেœ দিলশান (৩১ বলে ৩৫; ৬ চার), কুসাল পেরেরা (০) ও অভিজ্ঞ মাহেলা জয়াবর্ধনে (২)। তবে চতুর্থ উইকেটে কুমার সাঙ্গাকারা ও অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস ৮৫ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দিয়েছিলেন। সাঙ্গাকারা ৯ রানের জন্য শতক বঞ্চিত হয়ে ১২৩ বলে ১০ চারে ৯১ রান করে ফিরে গেলেও লড়াকু একটা সংগ্রহ দাঁড় করায় লঙ্কানরা। ম্যাথুস ৭৬ বলে ৪ চারে ৪০ রান করেন। ৪৭ রানেই ৬ উইকেট নেন ক্রিস ওকস। ক্যারিয়ারে দ্বিতীয়বার তিনি ৬ উইকেট শিকার করেন। ওয়ানডে ইতিহাসে ইংল্যান্ডের পক্ষে সেরা বোলিং করে তাঁর ওপর পল কলিংউড। তিনি নটিংহ্যামে বাংলাদেশের বিরুদ্ধে ৩১ রানে ৬ উইকেট নিয়েছিলেন ২০০৫ সালের ২১ জুন। জবাব দিতে নেমে ৩৫ রানেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ইংলিশরা। তৃতীয় উইকেটে জেমস টেইলর ও রুটের ১০৪ রানের জুটি ম্যাচে ফিরিয়ে আনে ইংল্যান্ডকে। টেইলর ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক হাঁকিয়ে করেন ৯০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৬৮ রান। তিনি ফিরে যাওয়ার পর রুট সাবলীলভাবে খেলে গেছেন। আর তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন অভিজ্ঞ রবি বোপারা ধৈর্যশীল ব্যাটিং করে। চতুর্থ উইকেটে ৮৬ রানের জুটি গড়ে দলকে নিশ্চিত জয়ের কাছাকাছি পৌঁছে দেন এ দু’জন। রুট ক্যারিয়ারের তৃতীয় শতক হাঁকিয়ে দলকে বিজয়ী করেই মাঠ ছাড়েন। তিনি ১১৭ বলে ৭ চার ও ১ ছক্কায় ১০৪ রান করে অপরাজিত থাকেন। ৫ বল হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে ইংলিশরা। দীর্ঘদিন পর আইসিসি নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা অফস্পিনার সচিত্র সেনানায়েকে ৩৫ রানে নেন দুই উইকেট।
×