ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চেন্নাইয়ে পুনর্বাসন প্রক্রিয়া হাফিজের

প্রকাশিত: ০৫:৪৩, ১২ ডিসেম্বর ২০১৪

চেন্নাইয়ে পুনর্বাসন প্রক্রিয়া হাফিজের

স্পোর্টস রিপোর্টার ॥ বোলিং এ্যাকশনে ত্রুটি থাকায় আগেই পাকিস্তানী অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে নিষিদ্ধ করা হয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁর বোলিংয়ে ত্রুটি ধরে রিপোর্ট করা হয়েছিল। আর সে রিপোর্টের পরিপ্রেক্ষিতে কিউইদের বিরুদ্ধে তৃতীয় টেস্টে হাফিজের করা বোলিংয়ের পরীক্ষা করা হয়। সেখানে দেখা গেছে সব ডেলিভারির ক্ষেত্রেই তাঁর কনুইয়ের বাঁক ছিল আইসিসি অনুমোদিত সীমার বাইরে। শারজা টেস্টে হাফিজের করা বলগুলোয় কুনইয়ের বাঁক ছিল গড়ে ২৭ ডিগ্রী। আর আইসিসির অনুমোদন ১৫ ডিগ্রী পর্যন্ত। হাফিজের বোলিং ত্রুটি শুধরানোর জন্য পুনর্বাসন প্রক্রিয়া চলবে চেন্নাইয়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে সেখানে প্রয়োজনীয় কার্যক্রমে অংশ নেয়ার পাশাপাশি অনানুষ্ঠানিক বিভিন্ন পরীক্ষায় অংশ নেবেন হাফিজ। সে কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলমান ওয়ানডে সিরিজ থেকে হাফিজকে বাদ দেয়া হয়েছে। তিনি শুক্রবার দ্বিতীয় ওয়ানডে শেষেই চেন্নাইয়ের উদ্দেশে পাড়ি জমাবেন। আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে বোলিংয়ে ফিরে আসার জন্য পরীক্ষা আগামী ৭ জানুয়ারির মধ্যেই হাফিজ ও অন্যতম স্পিন স্তম্ভ সাঈদ আজমলকে দেয়াতে উদগ্রীব পাকিস্তান। কারণ এরপরই আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করতে হবে। এ দু’জনই ৩০ জনের ঘোষিত প্রাথমিক দলে আছেন। এ বিষয়ে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, ‘আমরা অনানুষ্ঠানিক পরীক্ষার জন্য হাফিজকে চেন্নাইয়ের বায়োমেকানিক পরীক্ষাগারে পাঠাচ্ছি। তাঁকে ইতোমধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলমান ওয়ানডে সিরিজ থেকে বাদ দেয়া হয়েছে এবং পরিবর্তিত খেলোয়াড় নির্ধারণ করবেন নির্বাচকরা।’ তিনি জানিয়েছেন হাফিজের সঙ্গে নিষিদ্ধ হওয়া অফস্পিনার আজমলকেও ৭ জানুয়ারির মধ্যে আইসিসির অফিসিয়াল টেস্টের জন্য পাঠানো হবে।
×