ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝুঁকিপূর্ণ কাজে...

প্রকাশিত: ০৫:৩১, ১২ ডিসেম্বর ২০১৪

ঝুঁকিপূর্ণ কাজে...

যে বয়সে একজন শিশুর স্কুলে থাকার কথা, সেই বয়সে এদেশের অনেক শিশু বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগে নিষেধাজ্ঞা থাকলেও অনেকেই মানে না সেটি। ছিন্নমূল শিশুরা ফুটপাথে আশ্রয় নেয়, পেটের দায়ে নানা কাজ করে। দু’বেলা খাবার যোগাতে ঝুঁকিপূর্ণ কাজ করতেও দ্বিধা করে না তারা। রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ‘বিআরটিসি’র বাসে কাজ করে অনেক শিশু শ্রমিক। কেউ কাজ করে কন্ডাক্টর হিসেবে, কেউবা আবার হেলপার হিসেবে। মূলত কম মজুরি দেয়া যায় বলেই এসব শিশুকে কাজে নেয়া হয়। তবে মজুরি কম পেলেও কাজে কিন্তু দারুণ পারদর্শিতা দেখায় তারা। বিআরটিসি বাসের হেলপার এই শিশুটিকে বৃহস্পতিবার মতিঝিল এলাকা থেকে ক্যামেরাবন্দী করেন জনকণ্ঠের আলোকচিত্রী কেএইচ জসিম।
×