ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ১২ ঘণ্টা পর চালু

প্রকাশিত: ০৬:২১, ১১ ডিসেম্বর ২০১৪

শিমুলিয়া-কাওড়াকান্দি  ফেরি সার্ভিস ১২  ঘণ্টা পর চালু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ঘন কুয়াশায় সাড়ে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার সকাল ১০টায় চালু হয়েছে। তবে এই দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দু’পারে পাঁচ শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে। এই সময় ধরে মাঝ পদ্মায় প্রায় দু’হ্জাার যাত্রী ও শতাধিক যান নিয়ে আটকাপড়া ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, করবী, রায়পুরা, রানীক্ষেত, রানীগঞ্জ, টাপলু, কলমিলতা, লেন্টিং, থোবাল ও কাকলী গন্তব্যে রওনা হয়েছে। শিমুলিয়াঘাটে ফেরি কেতকী ও কাওড়াকান্দিতে শাহ পরান এবং রামশ্রী যানবাহন নিয়ে গন্তব্যে রওনা হয়েছে। এই ফেরি রুটের ১৬টি ফেরির মধ্যে বাকি ৩টি অর্থাৎ ছোট ফেরি ফরিদপুর, কর্ণফুলী ও ঢাকা স্ট্যান্ডবাই রয়েছে। প্রথমবারের মতো সন্ধ্যা রাতে অর্থাৎ মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে ঘন কুয়াশায় দেশের গুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। দৌলতদিয়া-পাটুরিয়া নিজস্ব সংবাদদাতা রাজবাড়ী থেকে জানান, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাড়ে ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর বুধবার সকাল সাড়ে ১০টা থেকে পুনরায় এ পথে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার রাত ১০টা থেকে ঘন কুয়াশার কারণে পদ্মা নদীতে কোন কিছু দৃশ্যমান না হওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায় এবং ৪টি ফেরি পাড়ে ভিড়তে না পারায় মাঝ নদীতে আটকা পড়ে। এতে করে আটকে পড়া ফেরির নারী শিশুসহ যাত্রীদের প্রচ- শীতে দুর্ভোগ পোহাতে হয়।
×