ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ০৬:১৬, ১১ ডিসেম্বর ২০১৪

হবিগঞ্জে ভ্রাম্যমাণ  কম্পিউটার  প্রশিক্ষণ  শুরু

সংবাদদাতা, বাহুবল, হবিগঞ্জ, ১০ ডিসেম্বর ॥ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার গ্রামে বসে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের টাকা উর্পাজনের পথ বের করে দেয়ার জন্য এমপি কেয়া চৌধুরীর উদ্যোগে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ বাস নিয়ে আসা হয়েছে। সোমবার যুব উন্নয়ন অধিদফতর কর্তৃক একমাস মেয়াদী মোবাইল বাসে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে উপজেলার সবকটি ইউনিয়ন থেকে ১৪ জন মেয়ে ও ১০ জন ছেলেসহ মোট ২৪ জন অংশ নিয়েছে। তারা সবাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত। সিলেট বিভাগে এ ধরনের প্রশিক্ষণ প্রথম। আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন হবিগঞ্জ-সিলেট জেলার সংরক্ষিত মহিলার আসনের এমপি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। সিএস জহিরুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু প্রমুখ।
×