ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাবেক রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৭:২৫, ১০ ডিসেম্বর ২০১৪

সাবেক রাষ্ট্রপতি  ড. ইয়াজউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১০ ডিসেম্বর বুধবার। দিবসটি পালন উপলক্ষে ঢাকার বনানীতে তাঁর কবরে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল এবং শুক্রবার তাঁর প্রতিষ্ঠিত মুন্সীগঞ্জের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজে দোয়ার আয়োজন করা হয়েছে। সাবেক এই রাষ্ট্রপতি মুন্সীগঞ্জ সদরের নয়াগাঁও গ্রামে ১৯৩১ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। শিক্ষায় অবদানের জন্য ১৯৯৫ সালে ভাষাসৈনিক প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে একুশে পদকে ভূষিত করা হয়। যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রিধারী ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপকের দায়িত্ব পালন করেন। ২০০২ সালে সেপ্টেম্বরে বিএনপি সরকারের শাসনামলে রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন তিনি।
×