ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে ফুটপাথে জমজমাট শীতবস্ত্র বিকিকিনি

প্রকাশিত: ০৬:৫৩, ১০ ডিসেম্বর ২০১৪

বরিশালে ফুটপাথে জমজমাট শীতবস্ত্র বিকিকিনি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গত তিন দিনের প্রচ- শীতে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের শীত বস্ত্রের দোকানগুলো বিশেষ করে ফুটপাথে শীতবস্ত্র বিকিকিনি জমজমাট হয়ে উঠেছে। প্রতিদিনই বাড়ছে ক্রেতা-বিক্রেতাদের সংখ্যা। হরেক রকম শীতবস্ত্রের সমাহার নিয়ে নগরীর মহসিন মার্কেট, সিটি মার্কেট ও ফজলুল হক এভিনিউর জেলা পরিষদ পুকুর পাড় এবং ফুটপাথগুলোতে পসরা বসিয়েছে বিক্রেতারা। সরেজমিন ঘুরে দেখা গেছে, ফুটপাথের অধিকাংশ দোকানগুলোতেই শীতবস্ত্র শোভা পাচ্ছে বিদেশী পুরনো জ্যাকেট, কম্বল, চাঁদর, কার্ডিগ্যান ও সোয়েটার। পাশাপাশি স্থায়ী দোকানিরা গার্মেন্টস আইটেমের শীতবস্ত্রের পসরা সাজিয়েছেন। বিপণিবিতানগুলোতে যারা গরমের সময় গার্মেন্টস আইটেমের ব্যবসা করতেন তারা এখন পুরোদমে শীতবস্ত্র আমদানি করেছেন। মহসিন মার্কেটের মেসার্স জুম্মান ট্রেডার্সের মালিক আনোয়ার হোসেন জানান, গার্মেন্টস আইটেমের চেয়ে শীতবস্ত্রে লাভ বেশি থাকায় তারা এ মৌসুমে শীতবস্ত্রের ব্যবসা করেন। চট্টগ্রাম থেকে পুরনো শীতবস্ত্রের মালামাল ক্রয় করে নগরীতে এনে বিক্রি করা ব্যবসায়ীরা জানান, জ্যাকেটের গাইডের দাম পড়ে ৫০ থেকে ৮০ হাজার টাকা।
×