ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেগেটিভ চরিত্রে নিথর মাহবুব

প্রকাশিত: ০৭:২২, ৯ ডিসেম্বর ২০১৪

নেগেটিভ চরিত্রে নিথর মাহবুব

স্টাফ রিপোর্টার ॥ প্রথবারের মতো টিভি নাটকে নেগেটিভ চরিত্রে অভিনয় করলেন মূকাভিনেতা নিথর মাহবুব। ‘একশ হাত দূরে থাকুন’ নামের নাটকে একজন অসৎ ইঞ্জিনিয়ারে চরিত্রে অভিনয় করলেন তিনি। শফিকুর রহমান শান্তনুর রচিত নাটকটি পরিচালনা করছেন এসএম শাহীন। প্রতি রবি ও সোমবার নাটকটি এটিএন বাংলায় প্রচার হচ্ছে। নাটকে দেখা যাবে একটি বিল্ডিংয়ে ফাটল ধরে। তদন্ত করে দেখা যায় এই বিল্ডিংয়ের কাজের সঙ্গে যুক্ত ছিলেন ইঞ্জিনিয়ার সাদিক। বিল্ডিংয়ের মালিকপক্ষ আইনের আশ্রয় নেয়, তারা ইঞ্জিনিয়ার সাদিককে পুলিশে ধরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। তবে চতুর ইঞ্জিনিয়ার সাদিক কৌশলে মালিকপক্ষেরই একজনকে ফাঁসিয়ে দেয়। নিথর মাহবুব বলেন, আমি গণিতের ছাত্র ছিলাম। পরিবারের ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হব। হতে পারিনি। তবে বাস্তবে নাহলেও এবার নাটকে ইঞ্জিনিয়ার হলাম। খুবই ভাল লেগেছে।ৃ
×