ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাবির একশ’ শিক্ষার্থীকে চাকরি দিল আরডিএফ

প্রকাশিত: ০৭:০৪, ৯ ডিসেম্বর ২০১৪

জাবির একশ’ শিক্ষার্থীকে চাকরি দিল আরডিএফ

জাবি সংবাদদাতা ॥ রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আর.ডি.এফ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীকে চাকরি প্রদান করেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের গ্যালারিতে অনুষ্ঠিত আর.ডি.এফ জব সেমিনার ২০১৪ শীর্ষক আলোচনায় এই চাকরি প্রদান করা হয়। সেমিনারে উপস্থিত ছিলেন আর.ডি.এফ এর প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ অফিসার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন ছাত্র এম গোলাম মোস্তফা, জাবির প্রথম ব্যাচের শিক্ষার্থী ও অর্থনীতি বিভাগের অ্যালামনি এ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম শহিদুর রহমান, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নরুল হক প্রমুখ। অর্থনীতি বিভাগের অ্যালামনি এ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম শহিদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন আগামী ২ জানুয়ারি অর্থনীতি বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। উক্ত পুনর্মিলনীতে অংশ নেয়ার জন্য আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রশন (মোবাইল : ০১৭১৩০৯৮৫৯৯) করা যাবে।
×