ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোহাম্মদ আলী সিদ্দিকী স্মরণে ‘ভালবাসি গান’

প্রকাশিত: ০৬:২৭, ৯ ডিসেম্বর ২০১৪

মোহাম্মদ আলী সিদ্দিকী স্মরণে ‘ভালবাসি গান’

স্টাফ রিপোর্টার ॥ জিটিভির ‘ভালবাসি গান’ অনুষ্ঠানের আজকের পর্বে প্রয়াত মোহাম্মদ আলী সিদ্দিকী স্মরণে তাঁর গান শোনাবেন তরুণ দুই শিল্পী পরান ও লুইপা। ‘ভালবাসি গান’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শ্যামলী রানী সরকার ও উপস্থাপনা করেছেন কণ্ঠশিল্পী লিজা। অনুষ্ঠানটি আজ মঙ্গলবার রাত ৮টায় জিটিভিতে প্রচার হবে। প্রসঙ্গত, ষাট, সত্তর ও আশির দশকে চলচ্চিত্র, রেডিও এবং টেলিভিশনে গান গাইতেন মোহাম্মদ আলী সিদ্দিকী। প্রয়াত বরেণ্য সঙ্গীতশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকীর গাওয়া অসংখ্য গান জনপ্রিয় হয়েছে। বিশেষ করে ‘ওই দূর দূর দূরান্তে’, ‘হেসে খেলে জীবনটা যদি চলে যায়’, ‘হৈ হৈ হৈ রঙিলা রঙিলা রে’, ‘শোনো গো রূপসী’ এমন অসংখ্য কালজয়ী হয়েছে। ১৯৬০ সাল থেকে তিনি রেডিও আর চলচ্চিত্রে গান গাইতে শুরু করেন। ২০৬টি চলচ্চিত্রে তার গান শুনেছে দর্শক। গানের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার।
×