ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ায় চ্যাম্পিয়ন্স কাপে খেলবে ম্যানসিটি

প্রকাশিত: ০৫:৩৩, ৯ ডিসেম্বর ২০১৪

অস্ট্রেলিয়ায় চ্যাম্পিয়ন্স কাপে খেলবে ম্যানসিটি

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ ফুটবল। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছিল আগেই। এবার আয়োজকরা জানিয়েছেন মেলবোর্নে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও অংশগ্রহণ করবে। আগামী বছর জুলাইয়ের ১৮ থেকে ২৪ তারিখ পর্যন্ত তিন দল নিয়ে এ আসর অনুষ্ঠিত হবে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে খেলাগুলো। টুর্নামেন্ট অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হলেও সে দেশের কোন দল থাকছে না এ আসরে। রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটির অংশগ্রহণ নিশ্চিত হলেও তৃতীয় দল কোনটি হবে তা এখনও নিশ্চিত হয়নি। তবে আয়োজকরা যোগাযোগ করছে সিরি এ’তে। ম্যানসিটি এ বছরই অস্ট্রেলিয়া ‘এ’ লীগের মেলবোর্ন হার্টের অংশীদার হয়েছে এবং নামকরণ করেছে মেলবোর্ন সিটি এফসি। ম্যানসিটির মালিকানা কিনে নিয়েছে শেখ মানসুর বিন জায়েদ আল নাহিয়ান। তিনি মালিকানা নেয়ার পর ২০১২ ও ২০১৪ সালে প্রিমিয়ার লীগ জিতেছে ম্যানসিটি। এছাড়াও ২০১১ সালের এফএ কাপ এবং এ বছর লীগ কাপের শিরোপা জয় করে ইংলিশ এ ক্লাব। ম্যানসিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরান সোরিয়ানো এ বিষয়ে বলেন, ‘আমরা অবশ্যই মেলবোর্ন সফরের জন্য উত্তেজনা বোধ করছি। কারণ সেখানে আমাদেরই আরেকটা ক্লাব মেলবোর্ন সিটি রয়েছে।’ মানসুর ২০০৮ সালে ১ বিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানসিটির মালিকানা কিনে নিয়েছিলেন। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম ১ লাখ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন। রিয়াল ও ম্যানসিটির মতো দুটি দলকে ইতোমধ্যে টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য নিশ্চিত করার মাধ্যমে আয়োজকরা বেশ উদ্বেলিত। গত বছর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংলিশ প্রিমিয়ার লীগের দল লিভারপুল ও মেলবোর্নের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সে ম্যাচে ব্যাপক সাড়া পেয়েছিলেন আয়োজকরা। প্রায় ৯৫ হাজার দর্শক সমাগম ঘটে ছিল স্টেডিয়ামে। ম্যাচে লিভারপুল ২-০ গোলের জয় পায়। দশবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটি আসবে এবার।
×