ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ব্যাংক টাকা জাদুঘরের বর্ষপূর্তি অনুষ্ঠান

প্রকাশিত: ০৫:০৫, ৮ ডিসেম্বর ২০১৪

বাংলাদেশ ব্যাংক টাকা জাদুঘরের বর্ষপূর্তি অনুষ্ঠান

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংক টাকা জাদুঘরের বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে। শনিবার বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমিতে টাকা জাদুঘরের বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে শিল্পী হাশেম খান, স্থপতি রবিউল হুসাইন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভংকর সাহা, মুদ্রা সংগ্রাহক মুহাম্মদ হোসেন চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ড. আতিউর রহমান বলেন, আমার ভাল লাগছে যে, ইতোমধ্যে টাকা জাদুঘর গুঁটিগুঁটি পায়ে এক বছর পেরিয়ে এসেছে। এরই মধ্যে এর সংগ্রহ বেড়েছে, বেড়েছে দর্শনার্থীদের সংখ্যাও। দর্শনার্থীদের তালিকায় নানা শ্রেণী-পেশার মানুষের সঙ্গে নিয়মিতভাবে যোগ হচ্ছে বিদেশী মুদ্রা সংগ্রাহক ও গবেষকগণ, যা নিঃসন্দেহে গর্ব করার মতো অর্জন। কিছুদিন আগে কানাডীয় মুদ্রা বিশেষজ্ঞ ড. জন ডিল টাকা জাদুঘর পরিদর্শনে এসেছিলেন। তিনি বিশ্বাসই করতে পারেননি যে মাত্র ৬ মাসের মধ্যে এমন একটি আধুনিক প্রযুক্তি-সম্বলিত টাকা জাদুঘর প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। ড. আতিউর বলেন, এত কম সময়ে জাদুঘরটি প্রতিষ্ঠার সাফল্যে অবশ্যই অমূল্য অবদান রেখেছেন শিল্পী হাশেম খান, অধ্যাপক মুনতাসীর মামুন, স্থপতি রবিউল হুসাইন, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার, জার্নিম্যানের তারেক সুজাত প্রমুখ।
×