ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিন তারকার ‘মন থেকে দূরে নয়’

প্রকাশিত: ০৪:৫৯, ৮ ডিসেম্বর ২০১৪

তিন তারকার ‘মন থেকে দূরে নয়’

স্টাফ রিপোর্টার ॥ বরেণ্য অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা, শহীদুজ্জামান সেলিম ও সুমনা সোমা প্রথমবারের মতো ‘মন থেকে দূরে নয়’ নামের একটি ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয় করছেন। নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর। পরিচালনা করছেন মজিবুল হক খোকন। রাজধানীর ধানম-ি ও উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শূটিং চলছে। নাটকে অভিনয় প্রসঙ্গে খালেদা আক্তার কল্পনা বলেন, এখনতো সত্যিকার অর্থেই অভিনয় কমিয়ে দিয়েছি। কারণ মনের মতো গল্প পাই না। চরিত্রও নিজের সঙ্গে যায় না। তবে খোকনের নাটকের গল্প অনেক ভাল লেগেছে আমার। যে কারণে এতে কাজ করছি। শহীদুজ্জামান সেলিম বলেন, মগা ধারাবাহিকের গল্প অনেক সময় ঝুলে যায়। সেক্ষেত্রে এই নাটকটির ক্ষেত্রে এমনটি হওয়ার সম্ভাবনা হয়ত নেই। কারণ পুরো ইউনিটের কাজ, পরিচালকের দক্ষতা এবং প্রতিশ্রুতি সবমিলিয়ে আমার ভাল লেগেছে। কাজটিও ভাল হচ্ছে। সুমনা সোমা বলেন, অনেকদিন পর মেগা ধারাবাহিক নাটকে কাজ করছি। আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। দর্শকের ভাললাগবে আশা করি। পরিচালক মজিবুল হক খোকন জানান, তার নির্মিতব্য প্রথম এই মেগা ধারাবাহিক নাটকটি শীঘ্রই এটিএন বাংলায় প্রচার হবে। এদিকে সাম্প্রতিক সময়ে খালেদা আক্তার কল্পনা অভিনীত দর্শকপ্রিয় ধারাবাহিক নাটকগুলো হচ্ছে ‘এম্পটি পকেট’ , ‘ম্যান পাওয়ার’ ও ‘উড়াল পঙ্খী মন’, ‘সোনালু ফুল নীলাঞ্জনা’, ‘বায়ান্ন গলির এক গলি’, ‘পানিযুদ্ধ (একক)’, ‘রাবেয়া’, ‘নকশী কাঁথার মাঠ’ (টেলিফিল্ম), ‘বিন্দু নয় বৃত্ত’, ‘বনফুলের ঘ্রাণ’ ইত্যাদি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শহীদুজ্জামান সেলিম অতি সম্প্রতি আলভী আহমেদের নির্দেশনায় ‘ইউটার্ন’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে সুমনা সোমা সর্বশেষ নন্দিত নরকে চলচ্চিত্রে অভিনয় করলেও তাঁকে নতুন কোন চলচ্চিত্রে দেখা যায়নি। তবে তিনি আবারও অভিনয়ে নিয়মিত হচ্ছেন।
×