ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ড. শফিউল হত্যাকাণ্ড তদন্তে ধীরগতির অভিযোগ

প্রকাশিত: ০৪:৪৯, ৮ ডিসেম্বর ২০১৪

ড. শফিউল হত্যাকাণ্ড তদন্তে ধীরগতির অভিযোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক একেএম শফিউল ইসলাম হত্যাকা-ের তদন্ত ঝিমিয়ে পড়েছে। এ হত্যাকা-ের তদন্ত নিয়ে এরই মধ্যে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ উঠেছে। পুলিশের ‘গাছাড়া’ তদন্তের পাশাপাশি থেমে গেছে শিক্ষকদের আন্দোলন কর্মসূচীও। কার্যত শ্লথ হয়ে গেছে চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্ত কার্যক্রম। এদিকে হত্যাকা-ের পর র‌্যাবের হাতে গ্রেফতারকৃতদের গত সপ্তাহে রিমান্ড শেষ হলেও নতুন কোনো তথ্য উদঘাটন করতে পারেনি পুলিশ। র‌্যাবের হাতে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির প্রেক্ষিতে প্রধান পরিকল্পনাকারী যুবদল নেতা আনোয়ার হোসেন উজ্জলকেও গ্রেফতার করা যায়নি। আর হত্যাকা-ের ৫ ঘণ্টার মাথায় ফেসবুকে পেজ খুলে হত্যার দায় স্বীকারকারী জামায়াত-শিবির নিয়ন্ত্রিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম বাংলাদেশ-২-এর প্রধানকে শনাক্তের দাবি করলেও গত ২২ দিনেও পুলিশ তার টিকিটিও ছুঁতে পারেনি। তবে পুলিশের সহজ উক্তি তদন্ত চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান মজুমদার অভিযোগ করেন পুলিশ মামলার তদন্ত নিয়ে গড়িমসি শুরু করেছে। চাঞ্চল্যকর এ ঘটনার ২২ দিন পার হলেও এখনও তদন্তে অন্ধকারে রয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ ওসি জানান, মামলার তদন্তে কোনো গড়িমসি নেই। পুলিশ যথাযথ নিয়ম অনুসরণ করেই তদন্তে এগুচ্ছে। এরই মধ্যে অনেক তথ্য উপাত্ত পুলিশ পেয়েছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার (এসি) ইফতেখায়ের আলম বলেন, মামলায় আটক আসামিদের ইতিমধ্যে রিমান্ড শেষ হয়েছে। তাদের দেয়া তথ্য পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, মামলার তদন্তে পুলিশ অনেক অগ্রসর হয়েছে।
×