ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্জন দ্বীপে একা...

প্রকাশিত: ০২:৫৮, ৮ ডিসেম্বর ২০১৪

নির্জন দ্বীপে একা...

কাঁচা মাছ, কচ্ছপের রক্ত খেয়ে নির্জন দ্বীপে একা এক বছরেরও বেশি সময় বেঁচেছিলেন জোসে সালভাদর আলভারেঞ্জার। বয়স বলছেন ৩৬ কিংবা ৩৮। অবশেষে ফিরে এলেন সভ্য জগতে। তবে মনে করতে পারছেন না বাড়ির ঠিকানা, ফোন নম্বর। নিশ্চিতভাবে কিছুই বলতে পারছেন না তিনি। শুধু বার বার বলছেন, আমি বেঁচে আছি! আমি বিশ্বাস করতে পারছি না। তার স্ত্রী ও ১০ বছরের কন্যার সঙ্গে ফোনে যোগাযোগ করতে চাইছেন। মাছ ধরতে গিয়ে ঠিক কি হয়েছিল তা মনে করতে পারছেন না। তার নৌকা ভেসে যায় আট হাজার মাইল দূরে প্রশান্ত মহাসাগরের মার্শাল দ্বীপে। তারপর ১৪ মাস পার হয়ে গেছে। সূত্র : ওয়েবসাইট।
×