ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঘূর্ণিঝড় হাগুপিট আঘাত হেনেছে ফিলিপিন্সে

প্রকাশিত: ০২:৫৭, ৮ ডিসেম্বর ২০১৪

ঘূর্ণিঝড় হাগুপিট আঘাত হেনেছে ফিলিপিন্সে

ফিলিপিন্সের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় হাগুপিটের তাণ্ডবে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে গিয়ে ওই এলাকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে, নিহত হয়েছেন অন্তত দুই জন। শনিবার রাতে ঘূর্ণিঝড়টি ফিলিপিন্সের উপকূলীয় এলাকায় আঘাত হানে। ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই উপকূলীয় এলাকার ১০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে উঠেছে। শান্তিপূর্ণ সময়ে কোন লোকবসতি ত্যাগ করার এটি অন্যতম বৃহত্তম ঘটনা বলে জাতিসংঘের একটি সংস্থা উল্লেখ করেছে। মাত্র এক বছর আগে ফিলিপিন্সের এই এলাকায় বিশ্বের অন্যতম বৃহত্তম ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছিলেন। -বিবিসি
×