ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আফগানিস্তানে এক হাজার বাড়তি সৈন্য রাখবে যুক্তরাষ্ট্র ॥ হেগেল

প্রকাশিত: ০২:৫৫, ৮ ডিসেম্বর ২০১৪

আফগানিস্তানে এক হাজার  বাড়তি সৈন্য রাখবে  যুক্তরাষ্ট্র ॥ হেগেল

ওবামা প্রশাসন মূল পরিকল্পনার তুলনায় এক হাজারের বেশি সৈন্য চলতি বছরের পরও আফগানিস্তানে রেখে দেবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল শনিবার একথা নিশ্চিত করেছেন। একই সময় যুক্তরাষ্ট্র ও ন্যাটো আফগান বাহিনীকে সমর্থন করতে এক নতুন আন্তর্জাতিক মিশন যাতে যথাসময়ে শুরু হয় তা নিশ্চিত করতে জোর চেষ্টা চালাচ্ছে । খবর ওয়াশিংটন পোস্টের। হেগেল বলেন, প্রেসিডেন্ট ওবামা যথাসময়ে সৈন্য সরবরাহে অন্যান্য ন্যাটো দেশের অসুবিধাজনিত কারণে সৈন্য সংখ্যার যে কোন সাময়িক ঘাটতি সামাল দিতে সেনাবাহিনীকে কিছু ক্ষমতা দিচ্ছেন। তিনি কাবুলে এক সংবাদ সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি তখন উপস্থিত ছিলেন। তিনি বলেন, এর অর্থ এক হাজার মার্কিন সৈন্য প্রত্যাহারে বিলম্ব ঘটবে। এতে চলতি বছরের শেষদিকে এবং ২০১৫ সালের প্রথম কয়েকমাস নয় হাজার আট শ’ নয়, দশ হাজার আট শ’ মার্কিন সৈন্য আফগানিস্তানে মোতায়েন থাকবে। কর্মকর্তারা জানান, আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে চলতি গ্রীষ্মকালে সৃষ্ট এক বিরোধের কারণে ন্যাটো সৈন্য মোতায়েনে বিলম্ব ঘটবে।
×