ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুইস চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ

প্রকাশিত: ০৭:৩৫, ৭ ডিসেম্বর ২০১৪

সুইস চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গ্যাটে ইনস্টিটিউট মিলনায়তনে আজ রবিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী সুইস চলচ্চিত্র উৎসব। উৎসব চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। সুইজারল্যান্ড দূতাবাসের উদ্যোগে এবং গ্যাটে ইনস্টিটিউটের সহযোগিতায় আয়োজিত এ উৎসবে মোট তিনটি সুইস চলচ্চিত্র প্রদর্শিত হবে। একই মিলনায়তনে আজ সন্ধ্যা ৬টায় এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উৎসবের প্রথম দিন আজ সন্ধ্যে ৬টায় চলচ্চিত্র ‘দ্য ব্ল্যাক ব্রাদার্স’। উনবিংশ শতাব্দীর পটভূমিতে নির্মিত এ চলচ্চিত্রটি ফুটিয়ে তুলেছে ক’জন শিশু শ্রমিকের গল্প, যারা ইতালিতে চিমনী পরিষ্কারের কঠিন কাজ করত। এ চলচ্চিত্রটি তাদের সুইজারল্যান্ড ফেরার দুঃসাহসী গল্প। উৎসবের দ্বিতীয় চলচ্চিত্র ‘মোর দেন হানি’ আন্তর্জাতিকভাবে প্রশংসিত একটি সুইস তথ্যচিত্র। এ তথ্যচিত্রটিতে উঠে এসেছে কিভাবে মৌমাছি ক্রমে বিলুপ্ত হচ্ছে এবং কিভাবে তা মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে, সেই গল্প। এ তথ্যচিত্রটি প্রদর্শিত হবে আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টায়। উৎসবের শেষ দিন মঙ্গলবার সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে চলচ্চিত্র, ‘দ্যা ফস্টার বয়’। এটি একটি অনাথ ছেলের কঠিন জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত। এ উৎসবের সব চলচ্চিত্র জার্মান ভাষায় নির্মিত। তবে এতে ইংরেজী সাবটাইটেলও রয়েছে। চলচ্চিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। চাঁদপুরে ‘রাজা সূর্য খাঁ’ চলচ্চিত্রের মহরত নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর ॥ ঐতিহাসিক পটভূমিকায় নির্মিত ‘রাজা সূর্য খাঁ’ চলচ্চিত্রের মহরত চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে। চলচ্চিত্রটি প্রযোজনা করছেন চাঁদপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য ফ্লাইট লে. (অব) এসএ সুলতান টিটু। তাঁর ত্রিয়াস মুভিজ প্রতিষ্ঠান থেকে ‘রাজা সূর্য খাঁ’ চলচ্চিত্র নির্মিত হয়েছে। বৃহস্পতিবার রাতে চাঁদপুর ক্লাব মাঠে উন্মুক্ত মঞ্চে মরহত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চলচ্চিত্রের খ্যাতিনামা নির্মাতা কাজী হায়াৎ। জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আমির জাফর, অভিনেতা মারুফ ও চিত্রনায়িকা পায়েল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান এ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার।
×