ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ শিল্পকলায় ট্রিবিউট টু শ্যাম বেনেগাল

প্রকাশিত: ০৭:৩৫, ৭ ডিসেম্বর ২০১৪

আজ শিল্পকলায় ট্রিবিউট টু শ্যাম বেনেগাল

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল ঢাকায় আয়োজিত এবারের স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের প্রধান অতিথি। এ উৎসবে যোগ দিতে শনিবার দুপুরে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। এ দিন সন্ধ্যায় পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নেন। জানা যায়, প্রখ্যাত এই ভারতীয় চলচ্চিত্র নির্মাতাকে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠাানিক সম্মাননা জানানো হবে। ‘ট্রিবিউট টু শ্যাম বেনেগাল’ নামে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে আজ রবিবার বিকেল ৪ টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শ্যাম বেনেগাল ১৯৩৪ সালে ১৪ ডিসেম্বর ভারতের ত্রিমুলঘেরিতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা শ্রীধর বি বেনেগাল ছিলেন একজন প্রখ্যাত আলোকচিত্রী। তাঁর নির্মিত ‘অঙ্কুর’ চলচ্চিত্রটি ১৯৭৫ শ্রেষ্ঠ পুরষ্কার লাভ করে। এছাড়া ‘নিশান্ত’, ‘ম্যানথন’প্রভৃতি। ‘চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তিনি ‘পদ্মশ্রী’ ‘পদ্মভূষণ’,‘দাদাসাহেব ফালকে’সহ অনেক পুরস্কার পান।
×