ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মালদ্বীপে খাবার পানি পাঠাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ০৭:০৬, ৭ ডিসেম্বর ২০১৪

মালদ্বীপে খাবার পানি পাঠাচ্ছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ মালদ্বীপের রাজধানী মালের প্রধান পানি পরিশোধন কেন্দ্রে অগ্নিকা-ের পর সেখানে বিশুদ্ধ খাবার পানির সঙ্কট দেখা দিয়েছে। এ সঙ্কট নিরসনে বিশুদ্ধ খাবার পানিসহ প্রয়োজনীয় সাহায্য পাঠাচ্ছে বাংলাদেশ। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্প্রচার ও অণু বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, মালের লক্ষাধিক জনগোষ্ঠীর চাহিদা মেটাতে সরকার ১০০ টন বিশুদ্ধ খাবার পানি পাঠাচ্ছে। একই সঙ্গে জরুরী পরিস্থিতি মোকাবেলায় পাঁচটি লবণাক্ততা পরিশোধন যন্ত্রও পাঠানো হচ্ছে। এই পানি ও লবণাক্ততা পরিশোধন যন্ত্র বাংলাদেশ নৌবাহিনীর জাহাজে করে পাঠানো হচ্ছে। উল্লেখ্য, মালের পানি পরিশোধন কেন্দ্রে এই বিপর্যয়ের পর দেশটির সরকার যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও শ্রীলঙ্কাসহ বন্ধু রাষ্ট্রগুলোর কাছে সহযোগিতা চেয়েছে। ইতোমধ্যে পাঁচটি উড়োজাহাজে করে বিশুদ্ধ খাবার পানি পাঠিয়েছে ভারত।
×