ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঢাকা-গুয়াহাটি রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু ১০ ডিসেম্বর

প্রকাশিত: ০৭:০৪, ৭ ডিসেম্বর ২০১৪

ঢাকা-গুয়াহাটি রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু ১০ ডিসেম্বর

ভারত সরকার মেঘালয়ের শিলং হয়ে অসমের গুয়াহাটি থেকে ঢাকার সঙ্গে যাত্রীবাহী বাস চলাচল চালুর পরিকল্পনা গ্রহণ করেছে। বাস চলাচল রুট চূড়ান্ত করে সমীক্ষা চালাতে একটি যৌথ কারিগরি কমিটি ১০-১১ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে এই বাস চলাচল চালু করবে। বাংলাদেশ ও ভারতের যৌথ কারিগরি দল এই পরীক্ষামূলক বাস চলাচলের মাধ্যমে এই রুটের অবস্থা ও রুটের সুযোগ-সুবিধা যাচাই করবে। ১২ ডিসেম্বর এই ট্রায়াল শেষ হবে। খবর বাসসর। প্রতিনিধিদল এরপরই নিয়মিত বাস চলাচলে সুযোগ-সুবিধা সম্বলিত সমীক্ষা রিপোর্ট জমা দেবে। রোড ট্রান্সপোর্ট এ্যান্ড হাইওয়ে মন্ত্রণালয় নয়াদিল্লীতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। কয়েক মাস ধরে নতুন এই বাস চলাচল রুট চালুর জন্য বাংলাদেশের সঙ্গে আলোচনা চলছে। শিলং-ডাউকি (মেঘালয়) তামাবিল (বাংলাদেশ) রুটে গুয়াহাটি থেকে ঢাকার বাসরুটে আনুমানিক দৈর্ঘ্য হবে ৫০০ কিলোমিটার। পরীক্ষামূলক বাস চলাচলে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন রোড ট্রান্সপোর্ট এ্যান্ড হাইওয়েজ মন্ত্রণালয়ের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ডব্লিউ ব্লাহ। প্রতিনিধিদলে অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও অসম ও মেঘালয় রাজ্য সরকারের প্রতিনিধি থাকবেন। পরীক্ষামূলক বাস চলাচল ১০ ডিসেম্বর সকাল ৯টায় গুয়াহাটি থেকে শুরু হবে। ১০ ডিসেম্বর পরীক্ষামূলক বাস চলাচল শুরুর জন্য বাংলাদেশের উর্ধতন কর্মকর্তাদের সাত সদস্যের প্রতিনিধিদল ঢাকা থেকে ৯ ডিসেম্বর গুয়াহাটি পেঁৗঁছানোর কথা রয়েছে।
×