ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বের সবচেয়ে মোটা মানুষ কিথ মার্টিন আর নেই

প্রকাশিত: ০৬:৩৬, ৭ ডিসেম্বর ২০১৪

বিশ্বের সবচেয়ে মোটা মানুষ কিথ মার্টিন আর নেই

বিশ্বের সবচেয়ে মোটা মানুষের আনুষ্ঠানিক খেতাব জয়ী কিথ মার্টিন মারা গেছেন। গত বছর ওজন কমাতে শরীরে অস্ত্রোপচার করান তিনি। তাতে অবশ্য কাজ হয়নি। সম্প্রতি ৪৪ বছর বয়সে লন্ডনের বাসায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান কিথ মার্টিন। তার ওজন ছিল প্রায় ৪৫৫ কেজি। শরীরের এই ওজন নিয়ে তিনি হাঁটতে পারতেন না। আর এভাবেই দীর্ঘ এক দশক উত্তর লন্ডনের বাসায় শুয়ে জীবন কাটিয়েছেন। প্রতিদিন ১০ বারে ২০ হাজার ক্যালরি সমপরিমাণ খাবার গ্রহণ করতেন কিথ। তার প্রতিদিনের খাবার তালিকা ছিল এরকম। ৬টি ডিম ফ্রাই একাধিক পিজা দিয়ে সারতেন সকালের নাস্তা। দুপুর আর রাতের খাবারের মেনুতে ছিল কাবাব এবং চাইনিজ ফুড এবং ম্যাগডোনাল্ড থেকে আনা বিগ ম্যাকস। এসবের পাশাপাশি থাকত ছয় মগ কফি এবং দুই লিটার কোমল পানীয়। আট মাস আগে তার গ্যাস্ট্রিক অস্ত্রোাপচার করতে গিয়ে তার পাকস্থলির চারভাগের তিন ভাগ ফেলে দিতে হয়। এতে তার শরীরের ওজন অনেকাংশে কমে যায়। কিন্তু এ ঘটনার ৮ মাস পর নিউমোনিয়ায় আক্রান্ত হন কিথ। শ্যারন এবং টিনা নামে তার দুই বোন রয়েছে। মূলত এই দুই বোনের তত্ত্বাবধানেই ছিলেন তিনি। গত বছর ওজন কমানোর অস্ত্রোপচারের আগে সবার উদ্দেশে একটি ভিডিও মেসেজ তৈরি করেন কিথ। তিনি বলেন, মায়ের মৃত্যর পর থেকে আমার মধ্যে হতাশা দানা বাঁধে। এ সময় আমি ভিডিও গেমস, টিভি দেখার পরিমাণ বাড়িয়ে দেই। আমার মানসিক অবসাদ মোচনে আমি বেশি পরিমাণ খাবার খেতে শুরু করি। এ সময় আমি পাবলিক প্লেসে যেতে ভয় পেতে থাকি। কিন্তু আমার এ অভ্যাস খারাপ ছিল। -টেলিগ্রাফ ও ডেইলি মেইল।
×