ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আদিতমারীতে গণিতের প্রশ্নপত্র ফাঁস, ৪১ স্কুলে পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ০৫:২৫, ৭ ডিসেম্বর ২০১৪

আদিতমারীতে গণিতের প্রশ্নপত্র ফাঁস, ৪১ স্কুলে পরীক্ষা স্থগিত

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৬ ডিসেম্বর ॥ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বার্ষিক পরীক্ষার গণিতের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার অভিন্ন প্রশ্নপত্রে ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেনীর গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমন খবরে শিক্ষক সমিতি উপজেলার ৮টি ইউনিয়নের ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের গণিত বিষয়ে বার্ষিক পরীক্ষা স্থগিত করে। সকাল সাড়ে ১০টায় পরীক্ষার্থীরা কেন্দ্রে এসে পরীক্ষা স্থগিতের খবর শুনে বিপাকে পড়ে। আদিতমারী উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোজ্জাম্মেল হক জানান, উপজেলায় অভিন্ন প্রশ্নপত্রে ও একই দিনে সকল স্কুলে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। এই পরীক্ষা পদ্ধতি উপজেলায় বহু বছর ধরে চলে আসছে। এবারই প্রথম গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা শোনা গেল। তিনি জানান, পূর্বের দেয়া রুটিন অনুয়ায়ী অন্যান্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
×