ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেখ জামালের ‘বিজয় উৎসব’ ১২ ডিসেম্বর

প্রকাশিত: ০৬:১৩, ৬ ডিসেম্বর ২০১৪

শেখ জামালের ‘বিজয় উৎসব’ ১২ ডিসেম্বর

স্পোর্টস রিপোর্টার ॥ বিজয়ের মাসে শেখ জামালের কিংস কাপ শিরোপা জয় সত্যিই বাংলাদেশের ফুটবলের জন্য গর্বের। মঙ্গলবার থিম্পুতে কিংস কাপ ফুটবলের ফাইনালে পুনে এএফসিকে হারিয়ে প্রথমবার অংশ নিয়েই শিরোপার স্বাদ গ্রহণ করল জামাল। ভুটানের মাটিতে বাংলাদেশের কোন ক্লাবের এটিই প্রথম শিরোপা জয়। গত তিন বছরে মোট তিনবার বিদেশের মাটিতে পা রেখে তিনটি টুর্নামেন্টের ফাইনালে খেলেছে শেখ জামাল ধানম-ি ক্লাব। দুটি শিরোপার স্বাদ পেয়েছে দলটি। আর একবার হয়েছে রানার্সআপ। ২০১১ সালে নেপালে পোখরা কাপে চ্যাম্পিয়ন হয়েছিল শেখ জামাল। এরপর ২০১৪ সালে ইস্ট বেঙ্গলকে হারিয়ে ভারতের প্রাচীনতম টুর্নামেন্ট আইএফএ শিল্ডের ফাইনালে ওঠে তারা। কিন্তু ফাইনালে কলকাতা মোহামেডানের কাছে হেরে যায় দলটি। ১৯৯৫ সালে সর্বেশষ ঢাকা মোহামেডান শিল্ডের ফাইনালে ওঠে। কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে টাইব্রেকারে হেরে যায় তারা।
×