ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছিটমহলে খুশির জোয়ার ॥ মসজিদে দোয়া, মিষ্টি বিতরণ

প্রকাশিত: ০৫:৫৪, ৬ ডিসেম্বর ২০১৪

ছিটমহলে খুশির জোয়ার ॥ মসজিদে দোয়া, মিষ্টি  বিতরণ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ রাষ্ট্রের স্বীকৃতি পাওয়ার আনন্দে খুশির জোয়ারে ভাসছে বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহলের নাগরিকরা। ছিটমহল বিনিময় চুক্তির বিরোধিতাকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বৃহস্পতিবার কোচবিহার জেলার দিনহাটা মহকুমার ডাকুরহাটে সরকারী অনুষ্ঠানে ছিটমহল বিনিময়ে তার সরকারের কোন আপত্তি নেই মর্মে ঘোষণা দেয়ার পরই দু’দেশের ছিটমহলগুলোর চিত্র মুহূর্তেই পাল্টে যায়। বিভিন্ন ছিটমহলের নাগরিকরা আনন্দ মিছিল বের করে এবং একে অন্যকে মিষ্টিমুখ করান। বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত কয়েকটি ভারতীয় ছিটমহলে শুক্রবার জুমার নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রের স্বীকৃতি না থাকায় বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে ১৬২ ছিটমহলে বসবাসকারী প্রায় ৫৬ হাজার অধিবাসী দীর্ঘ ৬৫ বছর ধরে নাগরিকত্বের দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছে। ‘হয় নাগরিকত্ব নয় মৃত্যু’ এমন দাবি নিয়ে আন্দোলনরত এসব হতভাগ্য ছিটমহলবাসীর পাশে এসে দাঁড়ায় বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী ও ভারতের সাবেক কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ২০১১ সালে বাংলাদেশ সফরে আসলে ’৭১ সালের ইন্দিরা-মুজিব চুক্তির আলোকে একটি প্রটোকল স্বাক্ষরিত হয়। ওই সময় ছিটমহলে বসবাসকারী নাগরিকরা তাদের নাগরিকত্ব ফিরে পাচ্ছেন এমনই আশায় বুক বাঁধেন।
×