ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জিএসপি নয়, সুপার জিএসপি সুবিধা আদায় করতে হবে

প্রকাশিত: ০৫:২৬, ৬ ডিসেম্বর ২০১৪

জিএসপি নয়, সুপার  জিএসপি সুবিধা আদায় করতে হবে

বাংলা নিউজ ॥ গার্মেন্টস শিল্পসহ জিএসপি সুবিধার জন্য লবিং না করে সুপার জিএসপি সুবিধা আদায়ে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আরএমজি ক্লাব আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। বক্তারা বলেন, শুধু জিএসপি সুবিধার জন্য লবিং খুবই অপমানজনক। বিদেশী বায়াররা দীর্ঘদিন বাংলাদেশের তৈরি পোশাক বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলার লাভ করেছে। অথচ এ শিল্পের শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। শুধু জিএসপি নয়, সুপার জিএসপি সুবিধা দেয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, ইউরোপিয়ান ইউনিয়নসহ সব উন্নত দেশকে বাধ্য করতে বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানান বক্তারা। বক্তারা আরও বলেন, এ্যাকর্ড ও এ্যালায়েন্স শ্রমিক নিরাপত্তার নামে কারখানা বন্ধ রেখে শ্রমিকদের বেকার করছে।
×