ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:২৬, ৬ ডিসেম্বর ২০১৪

বাণিজ্য সম্প্রসারণের  মাধ্যমে দেশ  এগিয়ে যাচ্ছে ॥ তোফায়েল

বাংলা নিউজ ॥ অর্থনীতি-বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর পঞ্চম জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্মেলনের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয় এটা দেশে-বিদেশে জানা হয়ে গেছে। অর্থনীতি-বাণিজ্য সম্প্রসারণের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চার্টার্ড সেক্রেটারিরা প্রাতিষ্ঠানিক সুশাসন ও উৎকর্ষতা প্রসার এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এক্ষেত্রে আইসিএসবিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেয়ার আশ্বাস দেন মন্ত্রী। তোফায়েল আহমেদ জানান, ২০১০ সালে চার্টার্ড সেক্রেটারিজ আইন পাসের মাধ্যমে আইসিএসবি প্রতিষ্ঠিত হয়। পেশার উন্নয়ন, বিকাশ ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এই বিধিবদ্ধ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবহিদিতামূলক ব্যবস্থার মাধ্যমে দক্ষ জনশক্তি অপরিহার্য। আইসিএসবির সভাপতি মোহাম্মদ আসাদ উল্লাহর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য লে. কর্নেল (অব) ফারক খান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইসিএসবির সদস্য, কর্পোরেট প্রতিনিধি এবং বিদেশী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে বিকেল ৫টায় একই স্থানে আইসিএসবির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হকের উপস্থিত থাকার কথা রয়েছে।
×