ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তারা

৩৭ বছরেও সংস্কার হয়নি ঝালকাঠির বিআরডিবি ভবন

প্রকাশিত: ০৪:০৩, ৬ ডিসেম্বর ২০১৪

৩৭ বছরেও সংস্কার হয়নি ঝালকাঠির বিআরডিবি ভবন

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৫ ডিসেম্বর ॥ ঝালকাঠি উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মূলভবন ও একই সময় নির্মিত পরিত্যক্ত গোডাউন স্বাধীনতার ৩৭ বছরের মধ্যেও পুনঃনির্মাণ হয়নি। অযতেœ-অবহেলায় থাকায় এ গোডাউনটির ফাটল থেকে জন্ম নেয়া গাছ গোডাউনের ছাদ টপকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। একই অবস্থা বিআরডিপির মূলভবনেও। এ ভবনটির একাংশ গত ১৬ মার্চ ধসে পড়লেও এখন পর্যন্ত এ গোডাউন ও বিআরডিপি ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি। বিআরডিবির সদর উপজেলার চেয়ারম্যান পরিতোষ চন্দ্র দাস জানান, ১৯৭৭ সালে এ বিআরডিপি ভবন ও গোডাউন নির্মাণ করা হয়েছিল। নির্মাণের পর থেকে এতগুলো বছরের মধ্যে চাহিদা অনুযায়ী সংস্কার না করায় এ ভবন দুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে তবে বিআরডিপি ভবনের বিকল্প ভবন না থাকায় এ ভবনেই ঝুঁকি নিয়ে কর্মচারী-কর্মকর্তারা কাজ করে যাচ্ছে। বিআরডিপির মূল প্রকল্পসহ ৮টি প্রকল্প নিয়ে কাজ করছে। এ প্রকল্পের আওতায় ১২ হাজার পরিবার রয়েছে। এ পরিবারগুলো সুবিধাভোগির মধ্যে ৭০ ভাগই নারী সদস্য।
×