ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বাঙালী প্রার্থীর সিলেট থেকে প্রচার শুরু

প্রকাশিত: ০৪:০৩, ৬ ডিসেম্বর ২০১৪

ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বাঙালী প্রার্থীর সিলেট থেকে প্রচার  শুরু

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচন। প্রচার সিলেটে। ২০১৫ সালের ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে কনজারভেটিব পার্টির একমাত্র বাঙালী এমপি প্রার্থী মিনা রহমান সিলেট থেকেই তার নির্বাচনী প্রচার শুরু করেছেন। বৃহস্পতিবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করে তার নির্বাচনী প্রচার শুরু করেন। কেন সিলেট থেকে তিনি নির্বাচনী প্রচার শুরু করেছেন তার ব্যাখ্যায় বলেন, হযরত শাহ জালাল (র) পুণ্যভূমি, কলি যুগের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতৃভূমি দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট আমার জন্মস্থান। যে মাটিতে জন্ম নিয়েছেন মরমী কবি হাছন রাজা, রাধারমন, দৃর্বিনশাহ, বাউল আব্দুল করিম সাধকেরা। তাই আউল-বাউলের দেশ পবিত্র ভূমি সিলেট থেকে আপনাদেও দোয়া নিয়ে নির্বচানী প্রচার শুরু করতে চাই। আর এ কারণেই সিলেট আসা বলে জানালেন মিনা। তিনি সকলের সহযোগিতা চেয়ে বলেন, আমি যে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি এখানে আট হাজারেরও বেশি বাঙালী ভোটার রয়েছেন। আর বেশি অংশই বৃহত্তর সিলেটের মানুষ। বাংলাদেশ থেকে আত্মীয়স্বজন ও পরিচিতরা তাদের অনুরোধ করলে তারা আমাকে ভোট দিবে। সংবাদ সম্মেলনে মিনা বলেন, ২০১৫ সালের মে মাসে অনুষ্ঠিতব্য ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিব পার্টি আমাকে গ্রেটার লন্ডনের বার্কিং আসন থেকে মনোনয়ন দিয়েছে। অন্যান্য দল থেকে আরও কয়েকজন বাঙালী মনোনিত হলে কনজারভেটিব পার্টি থেকে একমাত্র বাঙালী হিসেবে আমি মনোনয়ন পেয়েছি।
×