ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক কেড়ে নিল গৃহবধূ ছাত্র ও পথচারীর প্রাণ

প্রকাশিত: ০৪:০২, ৬ ডিসেম্বর ২০১৪

সড়ক কেড়ে নিল গৃহবধূ ছাত্র ও পথচারীর  প্রাণ

জনকণ্ঠ ডেস্ক ॥ সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ ও বাগেরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত হয়েছেন। এছাড়া বরিশালে টমটম উল্টে কলেজছাত্র মারা গেছে। খবর স্টাফ রিপোর্টারদের পাঠানো- বাগেরহাট ॥ যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শেখ রফিকুল ইসলাম (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে বাগেরহাট-খুলনা সড়কের বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ষাটগম্বুজ ইউনিয়নের শ্রীঘাট গ্রামের ছলেমান শেখের ছেলে। সাতক্ষীরা ॥ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা রাধানগর হাটের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রুমা পারভিন (৪০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাঁখরা গ্রামের গোলাম রসুলের স্ত্রী। এ দিকে ট্রাকচাপায় রুমা পারভিনের মৃত্যুর পর ক্ষুব্ধ জনতা পৌনে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। বরিশাল ॥ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রাজাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় টমটম উল্টে সোলায়মান খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত সোলায়মান বরগুনা জেলার বামনা উপজেলার তুষখালী গ্রামের হযরত আলী খানের পুত্র। শুক্রবার সকালে শেবাচিম হাসপাতালে সোলায়মানকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
×