ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিশুবান্ধব গুগল

প্রকাশিত: ০৩:৫৭, ৬ ডিসেম্বর ২০১৪

শিশুবান্ধব গুগল

এবার শিশুদের জন্য নিজস্ব সেবার ‘কিডস ফ্রেন্ডলি ভার্সন’ নিয়ে আসছে ওয়েব জায়ান্ট গুগল। কয়েকটি সেবা শিশুবান্ধব করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। কোন্ কোন্ সেবার শিশুবান্ধব সংস্করণ আনা হচ্ছে তা এখনও জানায়নি গুগল। তবে প্রতিষ্ঠানটি নিজেদের সার্চ সেবা, ক্রোম ব্রাউজার এবং ইউটিউব সেবার শিশু উপযোগী সংস্করণ লঞ্চ করতে পারে। নতুন এই প্রকল্প প্রসঙ্গে গুগলের কর্মকর্তা পাভনি দিওয়ানজ জানিয়েছেন, ১২ বছর বা তার চেয়ে কমবয়সী শিশুর জন্য নিরাপদ সেবা আনতে কাজ করছে প্রতিষ্ঠানটি। অভিভাবকরা যাতে তাদের শিশুদের অনলাইন কর্মকা- দেখতে ও নিয়ন্ত্রণ করতে পারেন সেজন্য তাদের বিশেষ ‘টুল’ থাকবে বলেও জানিয়েছেন তিনি। গুগল একটি বহুজাতিক ইন্টারনেট এবং সফটওয়্যার কোম্পানি। এটি বিশেষ করে গুগল সার্চ ইঞ্জিন, অনলাইন বিজ্ঞাপন সেবা এবং ক্লাউড কম্পিউটিয়ের জন্য বিশ্বখ্যাত। -সিএনএন অনলাইন
×