ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অসুস্থতার জন্য থাই রাজার জন্মদিনের অনুষ্ঠান বাতিল

প্রকাশিত: ০৩:৫৬, ৬ ডিসেম্বর ২০১৪

অসুস্থতার জন্য থাই রাজার জন্মদিনের অনুষ্ঠান বাতিল

অসুস্থতার জন্য বাতিল করা হয়েছে থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলিয়াদেজের আনুষ্ঠানিক জন্মদিন পালনের প্রথামাফিক কর্মসূচীগুলো। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজসিংহাসনে আসীন আদুলিয়াদেজের চিকিৎসকগণ মত দিয়েছেন যে, রাজা জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণের মতো যথেষ্ট সুস্থ নন। খবর ওয়েবসাইটের। আদুলিয়াদেজ পিত্তথলি অস্ত্রোপচারের জন্য অক্টোবর মাসে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সেখানে আছেন। জন্মদিন অনুষ্ঠান বাতিলের ঘোষণা রাজপ্রাসাদ থেকেই দেয়া হয়েছে। তবে এটি জনগণের মধ্যে বিশেষ কোন আলোড়ন ফেলেনি। কারণ বেশ কয়েক বছর ধরে রাজা অসুস্থ আছেন। তবে তাঁর অনুপস্থিতির খবরটি এলো এমন এক সময় যখন রাজার একজন উত্তরসূরি নির্ধারণের কথা ভাবা হচ্ছে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে প্রথমেই আছে যুবরাজ ভাজিরালংকর্নের নাম। তবে সম্প্রতি তাঁর স্ত্রী প্রিন্সেস শ্রিরাসমের পরিবারের অনেক সদস্য আর্থিক দুর্নীতির দায়ে গ্রেফতার হওয়ায় ভাবমূর্তি সঙ্কটে পড়েছেন হবু রাজা। রাজা ভূমিবল আদুলিয়াদেজ ১৯৪৬ সালে সিংহাসনে আরোহণ করেন। তাঁকে থাইল্যান্ডবাসীর আস্থা ও সম্মানের প্রতীক গণ্য করা হয়। দেশে যে কোন সঙ্কটকালে তিনি অভিভাবকের মতো দেশবাসীকে পরামর্শ দিতেন। তবে ২০০৬ সাল থেকে শুরু হওয়া রাজনৈতিক সঙ্কটকালে দেশের স্বার্থে জোরাল ভূমিকা না রাখায় তাঁর ইমেজ কিছুটা ম্লান হয়ে গেছে বলে অনেকে মনে করেন।
×