ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উন্নয়নে রাজনৈতিক বাধা কাম্য নয় ॥ পুতুল

প্রকাশিত: ০৭:৩৫, ৫ ডিসেম্বর ২০১৪

উন্নয়নে রাজনৈতিক বাধা কাম্য নয় ॥ পুতুল

বাংলানিউজ ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্বপ্ন বাংলাদেশের প্রতিটি পরিবারে সবার জন্য সমান সাপোর্ট বা সহযোগিতা নিশ্চিত করা। টেকসই উন্নয়নে নারী-পুরুষ যেমন, তেমনি প্রতিবন্ধীরাও পরিবারে এবং সমাজে সমান অধিকার, সুবিধা ও সহযোগিতায় মাথা উঁচু করে বাঁচবে বলে স্বপ্ন দেখেন তিনি। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে মঙ্গলবার এক সাক্ষাতকারে এ কথা জানান সায়মা ওয়াজেদ। নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতরে এক সেমিনার শেষে দেয়া সাক্ষাতকারে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার প্রভাব সম্পর্কিত প্রশ্নের উত্তরে তিনি বলেন, একটি দেশে রাজনৈতিক অস্থিরতা থাকতেই পারে। কিন্তু উন্নয়নের ক্ষেত্রে এই অস্থিরতাকে বাধা হিসেবে দাঁড় করানো উচিত নয়। তিনি বলেন, মানসিক স্বাস্থ্যের মতো উন্নয়নও কোন রাজনৈতিক বিষয় নয়। তাই এ বিষয়ে রাজনীতি কাম্য নয়। উন্নয়ন বিষয়টি অবশ্যই রাজনীতির প্রভাবমুক্ত থাকা উচিত। সায়মা ওয়াজেদ বলেন, আমার মা যদিও একটি রাজনৈতিক দলের প্রধান। কিন্তু সবাই আমাকে আমার নিজ পরিচয়েই উপস্থাপন করেন। প্রতিবন্ধী বা টেকসই উন্নয়নে রাজনীতির নেতিবাচক ভূমিকা কোনভাবেই কাম্য নয়। আমি নিজের পরিচয়েই স্বাচ্ছন্দ্য বোধ করি। বাংলাদেশের মতো দক্ষিণ এশীয় দেশগুলোতে ৮০ শতাংশ প্রতিবন্ধীর মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের দেশে মানসিক স্বাস্থ্য বিষয়ে নীতিমালা আছে। সে নীতিমালাকে কাজে লাগাতে হবে। জাতিসংঘও এখন ডেভেলপমেন্ট লক্ষমাত্রার ক্ষেত্রে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছে।
×