ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রেকিট বেনকিজারের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৬:৪৭, ৫ ডিসেম্বর ২০১৪

রেকিট বেনকিজারের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে রেকিট বেনকিজার। কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর অর্থবছরের জন্য ১৭৫ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। শেয়ারহোল্ডার বাছাইয়ের জন্য আগামী ১৫ ডিসেম্বর রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। কোম্পানির ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লাভ-লোকসানের হিসাবের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ সময়ে কোম্পানির মুনাফা হয়েছে ১৫ কোটি ২০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় হয়েছে ৩১.৭৫ টাকা। উল্লেখ্য, চলতি বছর এটা রেকিট বেনকিজারের দ্বিতীয়বারের মতো অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা। এর আগে গত ২৬ জুন রেকিট বেনকিজার ৩১ ডিসেম্বর ২০১৪ অর্থবছরের জন্য ২৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
×