ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুলিশী হয়রানির প্রতিবাদে হিজলায় পরিবহন ধর্মঘট

প্রকাশিত: ০৬:২৮, ৫ ডিসেম্বর ২০১৪

পুলিশী হয়রানির প্রতিবাদে হিজলায় পরিবহন ধর্মঘট

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পুলিশী হয়রানীর প্রতিবাদে জেলার হিজলা উপজেলায় বৃহস্পতিবার সকাল থেকে সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে। টেম্পো মালিক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি লুৎফর রহমান নলী অভিযোগ করেন, তাঁরা যানবাহন চালাতে গেলে পুলিশকে প্রতি মাসে মোটা অংকের টাকা মাসোহারা দিতে হয়। এর থেকে রেহাই পেতে এ ধর্মঘটের আহ্বান করা হয়েছে। তাঁদের হয়রানী বন্ধ করলে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হবে, অন্যথায় তাঁদের ধর্মঘট অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ব্যাপারে হিজলা থানার ওসি এম আর শওকত আনোয়ার জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তাঁরা টেম্পো ও নসিমন বন্ধের অভিযান চালাচ্ছেন। পরিবহন থেকে তাঁরা কোন টাকা নিচ্ছেন না। নওগাঁ কারাগারে হাজতির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৪ ডিসেম্বর ॥ নওগাঁয় সুভাষ পাহান (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুভাষ পাহান জেলার বদলগাছী উপজেলার উত্তর মির্জাপুর গ্রামের মৃত দানেশ পাহানের ছেলে। মুন্সীগঞ্জে বিষ্ণুমূর্তি উদ্ধার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ কাজী কসবা গ্রামে বৃহস্পতিবার দুপুরে চার মণ ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছে। রামপাল ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন পুস্তী জানান, কাজী নুর জামালের আবাদী জমিতে মাটি কাটার সময় চার হাত গভীরে শ্রমিকরা এ মূর্তিটি দেখতে পায়। প্রথমে জেলা পুলিশের কার্যালয়ে, পরে পুলিশ উদ্ধার করে মুন্সীগঞ্জ ট্রেজারিতে জমা দেন। চট্টগ্রামে অস্ত্রসহ ২ ছিনতাইকারী গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর কর্ণফুলী সেতু এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ২ ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বাকলিয়া থানা পুলিশ এ দুইজনকে আটক করে। সাতক্ষীরা প্রেসক্লাবে আবু আহমেদ সভাপতি, উজ্জ্বল সম্পাদক নির্বাচিত স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে দৈনিক কালের চিত্রের সম্পাদক আবু আহমেদ সভাপতি ও আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন। কমিটির সাংগঠনিক অন্যান্য পদে মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ কচি, গোলাম সরোয়ার, মনিরুল ইসলাম মনি, ফারুক মাহাবুবুর রহমান, অসিম বরণ চক্রবর্তী ও শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
×