ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাইফেল স্কয়ারে বাংলালিংক কল সেন্টার উদ্বোধন

প্রকাশিত: ০৬:১২, ৫ ডিসেম্বর ২০১৪

রাইফেল স্কয়ারে বাংলালিংক কল সেন্টার উদ্বোধন

বাংলালিংক সম্প্রতি নতুন কল সেন্টার উদ্বোধন করেছে ঢাকার ধানম-ি রাইফেল স্কয়ারে। এই কল সেন্টারে গ্রাহকদের জন্য থাকছে ৫০টিরও বেশি সুবিধা যেমন-সিম রিপ্লেসমেন্ট, থ্রিজি সম্পর্কিত তথ্য, সেলস, আইআর এ্যাক্টিভেশন, আই-টপ আপ, বিল পেমেন্ট, কল বার/ রিলিজ, বিভিন্ন ভ্যাল্যু এ্যাডেড সার্ভিস এ্যাক্টিভেশন/ ডিএ্যাক্টিভেশন, আইটেমাইজড্ বিল, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ইত্যাদি। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলালিংকের কাস্টমার কেয়ার ডিরেক্টর এরশাদ হোসেইন খান; কাস্টমার কেয়ার সহকারী ডিরেক্টর শওকাত আনোয়ার; হেড অব প্লানিং এ্যান্ড ডেভলপমেন্ট, কাস্টমার কেয়ার ডিভিশন মনজুর আহমেদ চৌধুরী এবং অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা কেন্দ্রটি পরিদর্শন করেন এবং কেক ও ফিতা কাটার মাধ্যমে এর উদ্বোধন করেন। বাংলালিংকের কাস্টমার কেয়ার ডিরেক্টর এরশাদ হোসেইন খান বলেন, ‘বাংলালিংক ‘নতুন কিছু করো’ স্লোগানে জীবনের নতুন উদ্যোগ শুরুতে সবার জন্যে যোগাযোগ ব্যবস্থা করে।Ñ বিজ্ঞপ্তি গাম্বিয়ার প্রতিনিধি দলের বাংলাদেশ সফর গা¤ি¦য়ার শিল্পমন্ত্রী আবদৌলি জোবের নেতৃত্বে একটি শক্তিশালী প্রতিনিধি দল পাঁচদিনের জন্য সম্প্রতি বাংলাদেশ সফর করেন। প্রতিনিধি দল পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী, রফতানি উন্নয়ন ব্যুরো, এফবিসিসিআই, ডিসিসিআইসহ অন্যদের সঙ্গে বিভিন্ন ধরনের ফলপ্রসূ সভা ও আলোচনায় অংশগ্রহণ করেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এম পি প্রতিনিধি দলকে উভয় দেশের মধ্যে “মুক্ত বাণিজ্য” চুক্তি এবং শুল্কমুক্ত কোটা সুবিধার প্রস্তাব করেন। এফবিসিসিআইও প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন ধরনের আলোচনা ও সভার আয়োজন করে। ফলে উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের দ্বার উম্মোচন হওয়ার সম্ভবনা সৃষ্টি হয়েছে। নিটল নিলয় ও প্রাণ আরএফএল গ্রুপসহ বাংলাদেশের অনেক বৃহৎ ও মাঝারি শিল্প মালিক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন ও কিছু সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করেন। ঢাকা চে¤¦ারও প্রতিনিধি দলের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স¦াক্ষর করে।Ñবিজ্ঞপ্তি
×