ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রাজিলকে স্বাগত জানাবে ফ্রান্স

প্রকাশিত: ০৫:৪৮, ৫ ডিসেম্বর ২০১৪

ব্রাজিলকে স্বাগত জানাবে ফ্রান্স

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রাজিলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার ঘোষণা দিয়েছে ফ্রান্স। মঙ্গলবার এমন খবর নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। নতুন বছরের ২৬ মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচটি। ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম স্ট্যাড ডি ফ্রান্সে খেলাটি হবে। যেখানে ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়েই শিরোপা জয়ের উচ্ছ্বাসে মেতেছিল ফ্রান্স। আর নতুন বছরে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিই হবে ফরাসীদের প্রথম ম্যাচ। ২০১৬ ইউরোর স্বাগতিক ফ্রান্স। সেই লক্ষ্যকে সামনে রেখেই এগুচ্ছে ফ্রান্সের ফুটবল। ব্রাজিলকে এখনও বিশ্ব ফুটবলের ‘রাজা’ বলে জানালেন দেশটির ফুটবল ফেডারেশনের ভবিষ্যত সভাপতি মার্কো পোলো দেল নিরো। ৭৩ বছর বয়সী নিরো আগামী বছর বর্তমান সভাপতি জোসে মারিয়া মারিনের স্থলাভিষিক্ত হবেন। বিশ্বকাপের ফুটবল জ্বর থেমে গেছে আরও আগেই। এরপর বিশ্বফুটবল মেতে উঠে ক্লাব ফুটবলের দিকে। কিন্তু ক্লাব ফুটবলের বিরতিতে ফুটবলাররা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামে দেশের জার্সি গায়ে। আর সেখানে এখন পর্যন্ত সফল দল হিসেবে শীর্ষে রয়েছে ব্রাজিল। নিরো ব্রাজিলের বর্তমান পারফর্মেন্সকে বিশ্বফুটবল শাসন করার জন্য যথেষ্ট বলে মনে করেন। তিনি বলেন, ‘আমরা সাবেক কোচ লুই ফেলিপ সোলারিকে দিয়ে উপকৃত হয়েছি। তিনি আমাদের কনফেডারেশন কাপ জিতিয়েছেন। প্রথম দিকে আমরা সোলারিকে দিয়ে বেশ ভালভাবেই শুরু করেছিলাম। কিন্তু বিশ্বমঞ্চে জার্মানির বিপক্ষে সেই ম্যাচে হেরেই আমরা সব খুইয়েছি।’ কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন মনে করেন নিরো। তিনি আরও বলেন, ‘এবারে আমরা নতুন কোচ হিসেবে কার্লোস দুঙ্গাকে পেয়েছি। তিনিও সোলারির মতোই ভালভাবে শুরু করেছেন। আমি আশাবাদী দুঙ্গা আমাদের আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। আমরা ফুটবল বিশ্ব আবারও শাসন করব।’ বিশ্বকাপের পর ইকুয়েডর, কলম্বিয়া, আর্জেন্টিনা, জাপান, তুরস্ক আর অস্ট্রিয়াকে হারিয়েছে দুঙ্গার দল।
×