ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাটলারের ব্যাটে ইংল্যান্ডের জয়

প্রকাশিত: ০৭:৩২, ৪ ডিসেম্বর ২০১৪

বাটলারের ব্যাটে ইংল্যান্ডের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ হাম্বানটোটায় শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেটের জয় পেয়েছে সফরকারী ইংল্যান্ড। বৃষ্টির জন্য দেরিতে শুরু হলে খেলা নেমে আসে ৩৫ ওভারে। ৩১ রানে তিন ব্যাটসম্যানকে হারানোর পরও অভিজ্ঞ কুমার সাঙ্গাকারার ৬২ বলে ৬৩ ও লাহিরু থিরিমান্নের ৪৭ বলে অপরাজিত ৬২ রানের কার্যকর দুটি ইনিংসে ভর করে ৮ উইকেটে ২৪২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে স্বাগতিক লঙ্কানরা। অতিথি পেসার ক্রিস ওকস ৩টি ও ক্রিস জর্ডান নেন ২টি করে উইকেট। দ্বিতীয় দফা বৃষ্টির পর অভিনব ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয়ের জন্য ইংলিশদের সামনে ২৩৬ রানের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়! এক পর্যায়ে ২৩ ওভারে ১৫২ রানে ৫ উইকেট হারানো সত্ত্বেও জো রুট ও জোস বাটলারের ধুরন্ধর ব্যাটিংয়ে ১ ওভার ২ বল ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় এ্যালিস্টার কুকের ইংল্যান্ড। জয়ের নায়ক বাটলার ৩৭ বলে ৯ চারের সাহায্যে ৫৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। সঙ্গী রুটের সংগ্রহ ৪৮। শ্রীলঙ্কার হয়ে অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস নেন ২ উইকেট। এ জয়ে সাত ওয়ানডের সিরিজে ব্যবধান ২-১এ কমিয়ে আনল ইংলিশরা। কলম্বোর প্রথম দুটি ম্যাচেই জিতেছিল লঙ্কানরা। স্কোর ॥ শ্রীলঙ্কা ২৪২/৮ (৩৫ ওভার), ইংল্যান্ড ২৩৬/৫ (৩৩.৪ ওভার) ফল ॥ ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী (ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে) ম্যাচসেরা ॥ বাটলার (ইংল্যান্ড) সিরিজ ॥ সাত ওয়ানডের সিরিজে শ্রীলঙ্কা ২-১এ এগিয়ে।
×