ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বুড়িগঙ্গা তীর দখলমুক্ত রাখতে ফুটপাথ

প্রকাশিত: ০৫:২৬, ৪ ডিসেম্বর ২০১৪

বুড়িগঙ্গা তীর দখলমুক্ত রাখতে ফুটপাথ

কেরানীগঞ্জ সংবাদদাতা ॥ বুড়িগঙ্গাকে দখল ও দূষণমুক্ত রাখতে কেরানীগঞ্জ প্রান্তে বেড়িবাঁধে টাইলসের ফুটপাথ নির্মাণের উদ্যোগ নিয়েছে উপজেলা পরিষদ। ২য় বুড়িগঙ্গা সেতুর নিচ থেকে তৈলঘাট পর্যন্ত প্রায় ১ কিলোমিটার ফুটপাথ নির্মাণের ব্যয় ধরা হয়েছে ১ কোটি টাকা। বুধবার ফুটপাথ নির্মাণ ও অবৈধ দখল উচ্ছেদ কাজ পরিদর্শন করতে এসে উপজেলা চেয়ারম্যান শাহীন আহম্মেদ বলেন, বুড়িগঙ্গা রক্ষায় সরকার আন্তরিক। জ্বালানি ও বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপির নিদের্শনায় নদী রক্ষায় কেরানীগঞ্জ প্রান্তে বেড়িবাঁধজুড়ে পর্যায়ক্রমে নির্মাণ করা হবে ফুটপাথ। এটি নির্মাণ হলে বুড়িগঙ্গা তীর স্থায়ীভাবে অবৈধ দখলমুক্ত হবে। এতে করে দূষণের মাত্রাও কমে আসবে।
×